মাগুরায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩
মাগুরা প্রতিনিধি || রাইজিংবিডি.কম
মাগুরায় পৃথক সড়ক দুর্ঘটনায় তিন জন নিহত হয়েছেন।
সোমবার (২৩ সেপ্টেম্বর) রাত পৌনে ৯টার দিকে প্রাইভেটকার ও মোটরসাইকেলের সংঘর্ষে দুই জন ও ব্যাটারিচালিত রিকশা উল্টে একজন নিহত হয়েছেন।
মাগুরা হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, মাগুরা-ঝিনাইদহ সড়কের কাশীনাথপুর সাইনবোর্ড এলাকায় প্রাইভেটকার ও মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল চালক ও তার বন্ধু ঘটনাস্থলে নিহত হন।
নিহতরা হলেন—সদর উপজেলার গৌরীচরণপুর এলাকার পিকুল বিশ্বাসের ছেলে সানী বিশ্বাস (২০) ও একই গ্রামের কামরুজ্জামান বিশ্বাসের ছেলে মুহীব বিশ্বাস (১৮)।
এছাড়া, একই দিন সদর উপজেলার নড়িহাটি এলাকায় ব্যাটারি চালিত রিকশা উল্টে চালক ফারুক (১২) নিহত হয়। তিনি ওই গ্রামের জাহিদ মিয়ার ছেলে।
শাহীন/ইভা