ঢাকা     শনিবার   ১৫ নভেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

৩৬ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার  

গাইবান্ধা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:০৬, ১ অক্টোবর ২০২৪  
৩৬ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার  

গ্রেপ্তার আব্দুল মতি

গাইবান্ধায় দস্যুতা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি আব্দুল মতি ওরফে পাগলাকে (৬০) দীর্ঘ ৩৬ বছর পর গ্রেপ্তার করেছে ফুলছড়ি থানা পুলিশ। 

মঙ্গলবার (১ অক্টোবর) ভোর সোয়া ৫টার দিকে লালমনিরহাটের আদিতমারী উপজেলার সাপ্টিবাড়ী ইউনিয়নের দেবীরপাট বাজারে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। 

আরো পড়ুন:

ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজিফুজ্জামান বসুনীয়া গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ১৯৮৮ সালের ২৬ মার্চ ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নের রসুলপুর গ্রামের মোজাম্মেল হক তিনজনের বিরুদ্ধে দস্যুতা সংগঠনের অপরাধের বিষয়ে ফুলছড়ি থানায় মামলা করেন। এরপর থেকে দীর্ঘ ৩৬ বছর আব্দুল মতি আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে দেবীরপাট এলাকায় নিজের নাম পরিবর্তন করে আত্মগোপনে ছিলেন। 

ওসি জানান, আব্দুল মতি পলাতক থাকা অবস্থায় আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেন।  

তিনি আরও বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে  আব্দুল মতিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আসামিকে গাইবান্ধা জেলা ও দায়রা জজ আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
 

মাসুম/বকুল 

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ