ঢাকা     বৃহস্পতিবার   ১০ অক্টোবর ২০২৪ ||  আশ্বিন ২৫ ১৪৩১

কুষ্টিয়ায় বজ্রপাতে কিশোরের মৃত্যু

কুষ্টিয়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:১৯, ১ অক্টোবর ২০২৪  
কুষ্টিয়ায় বজ্রপাতে কিশোরের মৃত্যু

কুষ্টিয়ার মিরপুর উপজেলায় বজ্রপাতে সাজীদ (১৭) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১ অক্টোবর) দুপুরে উপজেলার ফুলবাড়ীয়া ইউনিয়নের কামিরহাট গ্রামে মারা যান তিনি। মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা হাবিবুল্লাহ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

মারা যাওয়া সাজীদ একই গ্রামের সিদ্দিকের ছেলে।

ফুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নুরুল ইসলাম বলেন, আজ দুপুরে সাজীদ কামিরহাট বাজার থেকে সাইকেল নিয়ে বাড়ি ফিরছিলেন। এ সময় বৃষ্টির সঙ্গে বজ্রপাত হলে সাজীদ মাটিতে পড়ে যান। স্থানীয় লোকজন তাকে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক সাজীদকে মৃত ঘোষণা করেন।

আরো পড়ুন:

কাঞ্চন/মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়