ঢাকা     বৃহস্পতিবার   ১০ অক্টোবর ২০২৪ ||  আশ্বিন ২৫ ১৪৩১

আদালত প্রাঙ্গণ থেকে পালালো রোহিঙ্গা আসামি

কক্সবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:১০, ২ অক্টোবর ২০২৪   আপডেট: ২১:৩৫, ২ অক্টোবর ২০২৪
আদালত প্রাঙ্গণ থেকে পালালো রোহিঙ্গা আসামি

কক্সবাজারে আদালতে তোলার সময় মোহাম্মদ মামুন নামের এক রোহিঙ্গা আসামি পালিয়ে গেছেন।

বুধবার (২ অক্টোবর) দুপুরে কক্সবাজারে আদালতের সামনে থেকে পালিয়ে যান তিনি। উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরিফ হোসাইন বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি আরিফ হোসাইন বলেন, রোহিঙ্গা ক্যাম্পে অস্ত্র মামলায় মামুনকে গ্রেপ্তার করে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। উখিয়া থানায় হস্তান্তর করলে আসামিকে আদালতে প্রেরণ করা হয়। অন্যান্য আসামির সঙ্গে আদালতে তোলার সময় মামুন কৌশলে পালিয়ে যান।

আরো পড়ুন:

কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার নাজমুস সাকিব খান বলেন, আদালতে তোলার সময় অস্ত্র মামলার এক রোহিঙ্গা আসামি পালিয়ে গেছেন। তাকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে। 

তারেকুর/মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়