ঢাকা     শনিবার   ০৯ নভেম্বর ২০২৪ ||  কার্তিক ২৫ ১৪৩১

কক্সবাজারে ট্রাক্টরের ধাক্কায় ছাত্রদল নেতা নিহত

কক্সবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৩৭, ৫ অক্টোবর ২০২৪  
কক্সবাজারে ট্রাক্টরের ধাক্কায় ছাত্রদল নেতা নিহত

ফাইল ফটো

কক্সবাজারের চকরিয়ায় ট্রাক্টরের ধাক্কায় তাহফিমুল হাসান তামিম (২৩) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শুক্রবার (৪ অক্টোবর) রাত ১০টার দিকে ডুলাহাজারা ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে এই ঘটনা ঘটে।

নিহত তাহফিমুল হাসান তামিম ডুলাহাজারা ইউনিয়নের রঙমহল গ্রামের রুহুল আমিন সওদাগরের ছেলে। তিনি ওয়ার্ড ছাত্রদলের সাধারণ সম্পাদক এবং কক্সবাজার সরকারি কলেজের বিএ প্রথম বর্ষের ছাত্র ছিলেন।

চকরিয়ার মালুমঘাট হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মনিরুজ্জামান বলেন, ডুলাহাজারা ইউনিয়ন পরিষদের সামনে দ্রুতগামী একটি ট্রাক্টর বিপরীত দিক দেখে আসা মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী তামিম মারা যান।

আরো পড়ুন:

তারেকুর/কেআই

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়