ঢাকা     শনিবার   ০৮ নভেম্বর ২০২৫ ||  কার্তিক ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মেহেরপুরে বজ্রপাতে ২ মৃত্যু

মেহেরপুর সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:১৩, ১১ অক্টোবর ২০২৪  
মেহেরপুরে বজ্রপাতে ২ মৃত্যু

মেহেরপুর সদর উপজেলার দফরপুর ও সোনাপুর গ্রামে বজ্রপাতে দুই জনের মৃত্যু হয়েছে। শুক্রবার (১১ অক্টোবর) বিকেলে তারা মারা যান। আহত হয়েছে আরো একজন। 

মারা যাওয়া ব্যক্তিরা হলেন- দফরপুর গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে রাফিজ (২৩) এবং সোনাপুর গ্রামের আব্দুর রশিদ। আহত ব্যক্তির নাম আব্দুল মান্নান। তিনি সোনাপুর গ্রামের বাসিন্দা। তাকে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরো পড়ুন:

স্থানীয়রা জানান, রাফিজ কবুতর পুষতেন। আজ বিকেলে বৃষ্টির মধ্যে রাফিজ কবুতর খুঁজতে মাঠে যান। এসময় বজ্রপাত হলে তিনি মারা যান।

অপরদিকে, সোনাপুর গ্রামে মাঠে কৃষিকাজ করছিলেন আব্দুর রশিদ ও আব্দুল মান্নান। এসময় বজ্রপাত হলে আব্দুর রশিদের মৃত্যু হয়। আহত হন আব্দুল মান্নান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমানুল্লাহ আল বারী বজ্রপাতে দুজন নিহত এবং একজন আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

ফারুক/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়