ঢাকা     বৃহস্পতিবার   ১২ ডিসেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ২৮ ১৪৩১

স্টেডিয়াম নতুন তৈরির চেয়ে পুরাতনের সংস্কার জরুরি: আসিফ মাহমুদ

সাতক্ষীরা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:০৯, ১২ অক্টোবর ২০২৪   আপডেট: ১০:২৫, ১২ অক্টোবর ২০২৪
স্টেডিয়াম নতুন তৈরির চেয়ে পুরাতনের সংস্কার জরুরি: আসিফ মাহমুদ

অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন, স্টেডিয়াম নতুন তৈরি করার চেয়ে পুরাতনের সংস্কার ও রক্ষণাবেক্ষণ জরুরি। শুক্রবার (১১ অক্টোবর) রাতে সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে তিনি এসব কথা বলেন।

আসিফ মাহমুদ বলেন, বিগত সরকারের আমলে ক্রীড়া ক্ষেত্রে রাজনীতিকীকরণ করা হয়েছে। ক্রীড়া সংশ্লিষ্টরা নিজ নিজ জেলায় কিছু উন্নয়ন করলেও সামগ্রিকভাবে দেশের ক্রীড়া ক্ষেত্রে উন্নয়ন হয়নি।

জেলা প্রশাসক মোস্তাক আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় পুলিশ সুপার মো. মনিরুল ইসলাম, গণমাধ্যমকর্মী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

শাহীন/কেআই


সর্বশেষ

পাঠকপ্রিয়