ঢাকা     শনিবার   ০২ নভেম্বর ২০২৪ ||  কার্তিক ১৮ ১৪৩১

ঈশ্বরদীতে চলন্ত ট্রেন থেকে পড়ে যুবকের মৃত্যু

পাবনা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:২৭, ১২ অক্টোবর ২০২৪  
ঈশ্বরদীতে চলন্ত ট্রেন থেকে পড়ে যুবকের মৃত্যু

পাবনার ঈশ্বরদীতে চলন্ত ট্রেন থেকে পড়ে মোস্তাফিজুর রহমান চঞ্চল (৩৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১১ অক্টোবর) রাত আড়াইটার দিকে উপজেলার বাইপাস স্টেশনের কাছে ডহরশৈলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

মোস্তাফিজুর রহমান চঞ্চল কুষ্টিয়া সদর উপজেলার আসান নগর গ্রামের ওয়াসেকের ছেলে। ঈশ্বরদী রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে রংপুরগামী দ্রুতযান এক্সপ্রেস ট্রেনে বাড়ি ফিরছিলেন চঞ্চল। ঈশ্বরদী বাইপাস স্টেশনের কাছে এলে ট্রেন থেকে পড়ে গুরুতর আহত হন তিনি। স্থানীয়রা আহতাবস্থায় তাকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভোরে মারা যান তিনি।

আরো পড়ুন:

শাহীন/কেআই

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়