ঢাকা     বৃহস্পতিবার   ১২ ডিসেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ২৮ ১৪৩১

মায়ের ডাকে দেশে ফিরে লাশ হলেন সোহেল 

শেরপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৪৫, ২১ অক্টোবর ২০২৪   আপডেট: ২২:৪২, ২১ অক্টোবর ২০২৪
মায়ের ডাকে দেশে ফিরে লাশ হলেন সোহেল 

সোহেল রানা

প্রায় চার বছর আগে বাড়ি থেকে অভিমান করে ভারত চলে যান সোহেল রানা (২৪)। কিছুদিন আগেই মায়ের সঙ্গে তার যোগাযোগ হয়। এরপর থেকেই মাসহ পরিবারের সবাই তাকে দেশে ফেরার অনুরোধ করছিলেন। মায়ের আকুতি উপেক্ষা করতে না পেরে বাড়ি ফিরতে রাজি হন তিনি। ভারত থেকে দেশে আসার পথে মারা গেছেন সোহেল। 

শেরপুরের নালিতাবাড়ীর গারো পাহাড়ের সীমান্ত এলাকার ঢালুকোনা থেকে সোমবার (২১ অক্টোবর) বিকেলে সোহেলের মরদেহ উদ্ধার করে পুলিশ। কী কারণে এই যুবকের মৃত্যু হয়েছে সে সমপর্কে কিছু জানাতে পারেনি তারা। 

পুলিশ জানায়, আজ বিকেলে নালিতাবাড়ী উপজেলার গারো পাহাড়ের ঢালুকোনা এলাকার বাসিন্দারা নামা না জানা এক যুবকের মরদেহ দেখে থানায় খবর দেয়। পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে নিয়ে আসে। পরে একটি জিডি থেকে নিহতের পরিচয় নিশ্চিত হয় পুলিশ।

আরো পড়ুন:

নিহত সোহেল রানার মামাতো ভাই শরিফ বলেন, ‌‘প্রায় চার বছর আগে বাড়ি থেকে রাগ করে বের হয়ে ভারত চলে যান সোহেল। কিছুদিন আগেই মায়ের সঙ্গে যোগাযোগ হয় তার। সোহেলের মা এবং পরিবার তাকে বারবার বাড়ি ফেরার জন্য অনুরোধ করতে থাকে। মায়ের আকুতি ফেলতে পারেননি তিনি। সোহেল বাড়ি আসার জন্য রাজি হন।’ 

তিনি আরও বলেন, ‘আজ সকালে একটি নম্বর থেকে কল আসে। ফোনের অপরপ্রাপ্ত থেকে পরিবারকে ফোনে জানানো হয়, সোহেল মারা গেছেন। এরপর আমরা পুলিশ ও বিজিবির সঙ্গে যোগাযোগ করি। বিকেলে নালিতাবাড়ী থানা থেকে আমাদেরকে একটি মরদেহ উদ্ধারের বিষয়ে জানানো হয়, সঙ্গে ছবিও দেওয়া হয়। ছবি দেখে মরদেহটি সোহেল রানার বলে আমরা নিশ্চিত করি। যে ফোন নম্বর থেকে যোগাযোগ করা হয়েছিল, ওই নম্বরটি বন্ধ রয়েছে।’

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ছানোয়ার হোসেন বলেন, ‘আমরা মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শেরপুর জেলা সদর হাসপাতালে পাঠিয়েছি। নিহতের পরিবারের লোকজন আসার পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’ 

তারিকুল/মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়