ঢাকা     মঙ্গলবার   ১০ ডিসেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ২৬ ১৪৩১

রাজবাড়ী‌তে অপসারণ না করার দাবিতে ইউপি সদস্যদের মানববন্ধন

রাজবাড়ী প্রতি‌নি‌ধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:০০, ২২ অক্টোবর ২০২৪  
রাজবাড়ী‌তে অপসারণ না করার দাবিতে ইউপি সদস্যদের মানববন্ধন

রাজবাড়ীতে ইউনিয়ন পরিষদের পুরুষ ও মহিলা ইউপি সদস্যদের অপসারণ না করার দাবিতে মানববন্ধন ও জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২২ অক্টোবর) বেলা ১১টায় প্রেসক্লাব চত্বরে ৪২টি ইউনিয়নের সকল ইউপি সদস‌্যবৃ‌ন্দের ব‌্যানা‌রে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, বিভিন্ন গণমাধ্যমে এ মাসেই ইউনিয়ন পরিষদে নির্বাচিত ইউপি সদস্যদের অপসারণের খবর প্রকাশিত হচ্ছে। এমন খবরে চিন্তিত হয়ে পড়ছি আমরা সবাই।

তারা আরও ব‌লেন, জনগ‌ণের ভো‌টে আমরা নির্বাচিত হ‌য়ে‌ছি। জনপ্রতিনিধিদের অপসারণ করা হলে গ্রাম আদালত, জন্ম ও মৃত্যু সনদ, নাগরিকত্ব, ওয়ারিশ সনদ প্রদানসহ বিভিন্ন সেবামূলক কার্যক্রম ব্যাহত হবে। ফ‌লে সেবা বঞ্চিত হ‌বে সাধারণ মানুষ। এ জন‌্য জন প্রতিনিধিদের অপসারণ না করার দা‌বি জানাচ্ছি। 

মানববন্ধন শেষে রাজবাড়ী জেলা সব ইউনিয়ন পরিষদের ইউপি সদস্যরা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেন।

রবিউল/ইমন


সর্বশেষ

পাঠকপ্রিয়