ঢাকা     মঙ্গলবার   ০৩ ডিসেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ১৮ ১৪৩১

ঝিনাইদহে মোটরসাইকেলের ধাক্কায় স্কুলছাত্রী নিহত

ঝিনাইদহ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:০৮, ২৯ অক্টোবর ২০২৪  
ঝিনাইদহে মোটরসাইকেলের ধাক্কায় স্কুলছাত্রী নিহত

ঝিনাইদহের সদর উপজেলার নলডাঙ্গা বাজারে মোটরসাইকেলের ধাক্কায় স্কুলছাত্রী ফাতেমা খাতুন (৯) নিহত হয়েছে। আজ মঙ্গলবার (২৯ অক্টোবর) বেলা দেড়টার দিকে কালীগঞ্জ-নলডাঙ্গা সড়কের নলডাঙ্গা বাজারে দুর্ঘটনায় তার মৃত্যু হয়। 

নিহত স্কুলছাত্রী ফাতেমা নলডাঙ্গা গ্রামের নয়ন মিয়ার (৪০) মেয়ে। সে নলডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্রী ছিল। 

নলডাঙ্গা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এএসআই খোরশেদ আলী জানান, ফাতেমা রাস্তা পার হওয়ার সময় মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে সে আহত হয়। স্থানীয় লোকজন ও স্বজনরা তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

আরো পড়ুন:

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ আলমগীর হোসেন বলেন, গুরুতর আহত ফাতেমাকে দুপুর ২টার দিকে স্বজনেরা হাসপাতালে নিয়ে আসে। চিকিৎসকরা তাৎক্ষণিক চিকিৎসা দিয়ে তাকে উন্নত চিকিৎসার জন্য রেফার্ড করেন। পরে উন্নত চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়ার প্রস্তুতিকালে তার মৃত্যু হয়। 

সোহাগ/বকুল


সর্বশেষ

পাঠকপ্রিয়