ঢাকা     সোমবার   ০২ ডিসেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ১৮ ১৪৩১

বগুড়ার সাবেক এমপির এপিএস গাইবান্ধায় গ্রেপ্তার

গাইবান্ধা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৩৭, ২ নভেম্বর ২০২৪   আপডেট: ১৫:৪৯, ২ নভেম্বর ২০২৪
বগুড়ার সাবেক এমপির এপিএস গাইবান্ধায় গ্রেপ্তার

ফাইল ফটো

বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনের সাবেক সংসদ সদস্য শাহাদারা মান্নানের সহকারী একান্ত সচিব (এপিএস) অসীম কুমারকে (৪৭) গ্রেপ্তার করছে পুলিশ। শুক্রবার (১ নভেম্বর) রাতে গাইবান্ধার ফুলছড়ি উপজেলার বালাসীঘাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গত ৫ আগস্টের পর বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন অসীম কুমার। তথ্যপ্রযুক্তির সহায়তায় গাইবান্ধা ও বগুড়া জেলা পুলিশের দুটি বিশেষ দল অভিযান চালিয়ে ফুলছড়ির বালাশীঘাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নাশকতা ও ভাঙচুরসহ তিনটি মামলা রয়েছে।

অসীম কুমার বগুড়ার সোনাতলা উপজেলার হাঁসরাজ গ্রামের মৃত মানিক চান জৈনের ছেলে। গাইবান্ধা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুর ইসলাম তালুকদার এ তথ্য নিশ্চিত করেছেন।

আরো পড়ুন:

তিনি বলেন, অসীম কুমার তিনটি মামলার পলাতক আসামি। তথ্যপ্রযুক্তির সহায়তায় অবস্থান শনাক্তের পর পুলিশের যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। তাকে বগুড়া পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

মাসুম/কেআই

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়