ঢাকা     সোমবার   ০২ ডিসেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ১৮ ১৪৩১

জমি দখলে নিতে কৌশল হিসেবে মূর্তি ভাঙেন বীরেন

পঞ্চগড় প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:০৮, ২ নভেম্বর ২০২৪  
জমি দখলে নিতে কৌশল হিসেবে মূর্তি ভাঙেন বীরেন

জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষকে ঘায়েল করতে বিরোধীয় জমিতে নিজের বসানো মূর্তি নিজেই ভেঙেছেন শ্রী বীরেন চন্দ্র বর্মন। পরে বিষয়টির সত্যতা বেরিয়ে এলে তিনি ভুল স্বীকার করে মুচলেকা দেন।

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার তোড়িয়া ইউনিয়নের ছেপড়াঝার এলাকার এ ঘটনা ঘটে। অভিযুক্ত বীরেন ওই এলাকার শ্রী অনিল চন্দ্র বর্মনের ছেলে।

শনিবার (২ নভেম্বর) সকালে আটোয়ারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর মুচলেকা দেন তিনি। শুক্রবার (১ নভেম্বর) রাতে মূর্তি স্থাপন ও ভাঙচুর করা হয়। বীরেন চন্দ্র বর্মন ধর্মীয় ইস্যুকে কাজে লাগিয়ে জমি দখলের পাঁয়তারা করেছিলেন বলে জানিয়েছেন ইউএনও।

মুচলেকায় বীরেন চন্দ্র বর্মন উল্লেখ করেন, ‘আমি আমার কেনা জমির সঙ্গে আনছারুল ইসলামের গোত্রের জমির অংশ দখল পাওয়ার জন্য গত শুক্রবার রাতে হিন্দু সম্প্রদায়ের মূর্তি স্থাপন করি এবং নিজে ভেঙে দেয়। এটা আমার ভুল হয়েছে। এর জন্য আমি ক্ষমা প্রার্থী।’ 

তোড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ শাহ বলেন, মূর্তি ভাঙা নিয়ে সকালের দিকে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়। পরে ইউএনও এবং ওসি ঘটনাস্থলে আসলে বীরেন তার ভুল স্বীকার করেন। এটা কোনো ধর্মীয় ইস্যু নয়, বীরেন নিজের স্বার্থের জন্য এটা করেছেন। 

এ বিষয়ে আটোয়ারী উপজেলা নির্বাহী কর্মকর্তা শাফিউল মাজলুবিন রহমান বলেন, ‘ঘটনাস্থল থেকে ৯৯৯ এ ফোন দিয়ে মূর্তি ভাঙার বিষয়টি জানানো হয়। খবর পেয়ে আমি এবং থানার ওসি সেখানে যাই এবং স্থানীয়দের সঙ্গে কথা বলি। মূলত হিন্দু সম্প্রদায়ের ওই ব্যক্তি জমিকেন্দ্রিক বিরোধের একশন (প্রতিশোধ) নিতে এ কৌশল খাটান। পরে তিনি ভুল স্বীকার করে মূচলেকা দিয়েছেন। তবে ধর্মীয় বিষয়কে কাজে লাগিয়ে এ ঘটনা দুঃখজনক।’
 

নাঈম/বকুল


সর্বশেষ

পাঠকপ্রিয়