ঢাকা     সোমবার   ০২ ডিসেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ১৮ ১৪৩১

রংপুরে জাতীয় পার্টির লাঠি মিছিল

রংপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:০৫, ২ নভেম্বর ২০২৪   আপডেট: ১৭:৫৮, ২ নভেম্বর ২০২৪
রংপুরে জাতীয় পার্টির লাঠি মিছিল

লাঠি হাতে জাতীয় পার্টির নেতাকর্মীরা। ছবি: রাইজিংবিডি

ঢাকার কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় অফিসে অগ্নিসংযোগ ও ভাঙচুরের প্রতিবাদে রংপুরে লাঠি হাতে বিক্ষোভ মিছিল করেছে দলটির স্থানীয় নেতৃবৃন্দ।

শনিবার (২ নভেম্বর) বেলা ৩টার দিকে রংপুর সেন্ট্রাল রোডস্থ জাতীয় পার্টির জেলা কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পায়রা চত্বরে শেষ হয়। পরে সমাবেশ করেন নেতাকর্মীরা।

এ সময় বক্তারা ঢাকার কেন্দ্রীয় কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগের জন্য ডাকসুর সাবেক ভিপি নুরের গণ অধিকার পরিষদকে দায়ী করেন। সেই সঙ্গে নেতাকর্মীদের জাতীয় পার্টির অস্তিত্ব রক্ষায় ঘাঁটি খ্যাত রংপুর অফিসে সর্বদা প্রস্তুত থাকার নির্দেশ দেন।

জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও রসিকের সাবেক মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা বলেন, ‘ঢাকায় রাতের আঁধারে ষড়যন্ত্র করে সন্ত্রাসী কায়দায় অফিস ভাঙচুর করে যদি মনে করেন, রংপুরে জাতীয় পার্টি দুর্বল হয়েছে তবে ভুল করবেন। রংপুরে লাখো নেতাকর্মীর আবেগ জড়িয়ে আছে এই অফিসকে ঘিরে। রংপুরে জাতীয় পার্টির অস্তিত্বে হাত দেওয়ার চেষ্টা করলে ৯০-৯১ এর ন্যায় রাজপথে জাতীয় পার্টির প্রতিবাদী রূপ আবারও প্রকাশিত হবে।’

তিনি আরও বলেন, ‘সাবেক ভিপি নূরের একদল সন্ত্রাসী বাহিনী জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে। আমরা চাই নুরের বাহিনীর এই ন্যক্কারজনক ঘটনার নেপথ্যে যারা ইন্ধনদাতা রয়েছে, তাদেরকেও খুঁজে বের করে অন্তর্বর্তীকালীন সরকার একটি শক্ত পদক্ষেপ গ্রহণ করবে।’

সমাবেশে স্থানীয় নেতৃবৃন্দ জাতীয় পার্টির প্রতি বৈষম্য দূর না হওয়া পর্যন্ত রাজপথে লাঠি হাতে থাকার হুঁশিয়ারি দেন।

আমিরুল/কেআই


সর্বশেষ

পাঠকপ্রিয়