ঢাকা     শুক্রবার   ১৩ ডিসেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ২৮ ১৪৩১

ভাতিজাদের মারধরে চাচার মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৪৯, ২ নভেম্বর ২০২৪   আপডেট: ১৮:০৭, ২ নভেম্বর ২০২৪
ভাতিজাদের মারধরে চাচার মৃত্যু

ফাইল ফটো

নোয়াখালীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে ভাতিজাদের মারধরে চাচার মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। শনিবার (২ নভেম্বর) দুপুরে সদর উপজেলার দাদপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে। নিহত আবু ছায়েদ (৭০) হাকিমপুর গ্রামের মৃত মমিন উল্যার ছেলে।

নিহতের শ্যালক জাকিউল ইসলাম অভিযোগ করে বলেন, আমার বোন জামাই আবু ছায়েদের সঙ্গে জমি নিয়ে তার ভাতিজাদের বিরোধ চলে আসছিল। শনিবার দুপুরে বাড়ির একটি গাছে সুপারি পাড়তে যান তিনি। এ সময় ভাতিজা হাসান ও হোসেন তাকে বাঁধা দেন। পরে দুপক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে ভাতিজারা মারধর করলে ঘটনাস্থলেই মারা যান তিনি।

অভিযোগের বিষয়ে জানতে হাসান ও হোসেনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও সম্ভব হয়নি।

সুধারাম মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুল ইসলাম বলেন, নিহতের শরীরের কোনো আঘাতের চিহ্ন নেই। মরদেহ নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে রাখা আছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। মামলার ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সুজন/কেআই


সর্বশেষ

পাঠকপ্রিয়