ঢাকা     মঙ্গলবার   ১০ ডিসেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ২৬ ১৪৩১

টেকনাফে ৯ জনকে অপহরণ 

কক্সবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৩১, ২ নভেম্বর ২০২৪  
টেকনাফে ৯ জনকে অপহরণ 

কক্সবাজারের টেকনাফ থেকে ৯ জন অপহরণের শিকার হয়েছেন বলে দাবি করেছেন এলাকাবাসী। 

শনিবার (২ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের কানজরপাড়ার করাচিপাড়া পাহাড়ি এলাকা থেকে তাদের অপহরণ করার খবর রয়েছে।  

তবে টেকনাফ থানার ওসি গিয়াস উদ্দিন বলেন, ‘কানজরপাড়ার করাচিপাড়ায় অপহরণের বিষয়ে কেউ অভিযোগ দেয়নি। তথ্য পেয়ে ঘটনাস্থলে পুলিশ সদস্যদের পাঠানো হয়েছে। অভিযান অব্যাহত রয়েছে।’

আরো পড়ুন:

এ বিষয়ে জানতে চাইলে ভয়ে কথা বলতে রাজি হননি অপহৃতদের স্বজনরা। তবে নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক বাসিন্দা বলেন, অপহৃতদের মধ্যে সাতজন কৃষক ও দুই জন রোহিঙ্গা। আজ সকালে কৃষি জমিতে কাজ করার সময় তাদের ধরে নিয়ে যায় অপহরণকারীরা। যাদের ধরে নিয়ে যাওয়া হয়েছে তারা হলেন- নুরুল ইসলামের ছেলে আনোয়ার, বাঁচা মিয়ার ছেলে গিয়াস উদ্দিন, জালাল আহমদের ছেলে বেলাল উদ্দিন, আবুল হোছনের ছেলে আবু বকর, নুরুল আলমের ছেলে মুহাম্মদ আলম, আজিজুর রহমানের ছেলে কফিল উদ্দিন ও নুরুল হোছন। দুই রোহিঙ্গার নাম ও পরিচয় পাওয়া যায়নি।  

হোয়াইক্যং ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নূর আহমদ আনোয়রী বলেন, ‘সাত কৃষক অপহরণ হয়েছে বলে শুনেছি। পাহাড়ের পাদদেশে খেতে কাজ করার সময় তাদেরকে ধরে নিয়ে গেছে বলে জানতে পেরেছি।’ 

তারেকুর/মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়