ঢাকা     সোমবার   ০২ ডিসেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ১৮ ১৪৩১

লক্ষ্মীপুরে বাফুফে সহ-সভাপতি হ্যাপিকে সংবর্ধনা 

লক্ষ্মীপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৩৫, ২ নভেম্বর ২০২৪  
লক্ষ্মীপুরে বাফুফে সহ-সভাপতি হ্যাপিকে সংবর্ধনা 

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নবনির্বাচিত সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপিকে নিজ জেলা লক্ষ্মীপুরে সংবর্ধনা দেওয়া হয়েছে। 

শনিবার (২ নভেম্বর) বিকেলে জেলা টাউন হল মিলনায়তনে এ সংবর্ধনার আয়োজন করে লক্ষ্মীপুর জেলা ফুটবল অ্যাসোসিয়েশন ও সম্মিলিত ক্রীড়া সংগঠক। অনুষ্ঠানে হ্যাপিকে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে ফুল ও ক্রেস্ট দেওয়া হয়।

অনুষ্ঠানে সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি বলেন, ‘জেলা-উপজেলায় প্রশিক্ষিত কোচ নিয়োগ দিয়ে ফুটবলের হারানো গৌরব ফিরিয়ে আনা হবে।’

আরো পড়ুন:

তিনি বলেন, ‘লক্ষ্মীপুরে ভালো খেলোয়াড় তৈরি করতে হবে; যাতে করে লক্ষ্মীপুরের খেলোয়াড়রা প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান অর্জন করতে পারে।’

ক্রীড়া ব্যক্তিত্ব আবুল মোবারক ভূঁইয়ার সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক রাজিব কুমার সরকার। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু, যুগ্ম আহ্বায়ক হাছিবুর রহমান, জেএসডি কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক সৈয়দ বেলায়েত হোসেন বেলাল প্রমুখ।
 

লিটন/বকুল

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়