ঢাকা     মঙ্গলবার   ০৩ ডিসেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ১৮ ১৪৩১

বিরামপুরের সড়কে ঝরল ২ কিশোরের প্রাণ

দিনাজপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৪৫, ৪ নভেম্বর ২০২৪  
বিরামপুরের সড়কে ঝরল ২ কিশোরের প্রাণ

দিনাজপুরের বিরামপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই কিশোরের মৃত্যু হয়েছে। 

সোমবার (৪ নভেম্বর) বিকেলে ৪টার দিকে উপজেলার জোয়ালকামরা মোড়ে বিরামপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কে দুর্ঘটনাটি ঘটে।

মারা যাওয়ারা হলেন- বিরামপুর উপজেলার সারমপুর গ্রামের জিয়ারুল হকের ছেলে রিফাত (১৭) ও বিরামপুর পৌর এলাকার ইসলামপাড়ার ইউনুস আলীর ছেলে বাদশা (১৬)।   

আরো পড়ুন:

বিরামপুর থানার ওসি মমতাজুল হক জানান, আজ বিকেল ৪টার দিকে রিফাত ও বাদশা মোটরসাইকেলে করে যাচ্ছিলেন। বিরামপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের জোয়ালকামড়া নামক স্থানে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাদের বহনকারী মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই দুই জনের মৃত্যু হয়। তাদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। 

মোসলেম/মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়