ঢাকা     বৃহস্পতিবার   ১২ ডিসেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ২৭ ১৪৩১

টেকনাফে ১২ রোহিঙ্গা উদ্ধার, ৪ পাচারকারী গ্রেপ্তার

কক্সবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৪৮, ৪ নভেম্বর ২০২৪   আপডেট: ২২:৫০, ৪ নভেম্বর ২০২৪
টেকনাফে ১২ রোহিঙ্গা উদ্ধার, ৪ পাচারকারী গ্রেপ্তার

গ্রেপ্তারকৃত মানব পাচারকারী চক্রের সদস্যরা

কক্সবাজারের টেকনাফ থেকে সাগরপথে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্য জড়ো করা ১২ রোহিঙ্গা নারী ও শিশুকে উদ্ধার করেছে পুলিশ। এ সময় পাচার কাজে জড়িত চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (৪ নভেম্বর) বিকেলে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গিয়াস উদ্দিন এ তথ্য জানিয়েছেন।

ওসি গিয়াস উদ্দিন বলেন, কিছু নারী ও শিশুকে অবৈধভাবে সাগরপথে মালয়েশিয়ায় পাচারের জন্য আটকে রাখা হয়েছে এমন খবরের ভিত্তিতে গতকাল রোববার মধ্যরাতে টেকনাফের লম্বরি এলাকায় পুলিশ অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় মানব পাচারকারী চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করা হয়।

আরো পড়ুন:

গ্রেপ্তারকৃতরা হলেন- নুরুল আমিন, নুরুল আফসার, মিনহাজ উদ্দিন ও মো. আল আমিন।

উদ্ধারকৃতদের মধ্যে তিনজন নারী ও ৯ জন শিশু। তারা উখিয়া-টেকনাফের বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা। 

ওসি গিয়াস উদ্দিন আরো জানান, উদ্ধার করা রোহিঙ্গা নারী ও শিশুদের আর্থ-সামাজিক অনগ্রসরতা ও পরিবেশগত অসহায়ত্বকে পুঁজি করে উন্নত জীবনযাপন, অধিক বেতনে চাকরি ও অবিবাহিত নারীদের বিয়ের মিথ্যা প্রলোভন দেখিয়ে মালয়েশিয়া পাচারের জন্য এক জায়গায় ধাপে ধাপে জড়ো করে পাচারকারীরা। এ ঘটনায় সাত জনের নাম উল্লেখ করে ও নাম না জানা আরো চার জনের বিরুদ্ধে টেকনাফ থানায় মামলা দায়ের করা হয়েছে। তাদের আদালতে পাঠানো হয়েছে।

তারেকুর/মাসুদ


সর্বশেষ

পাঠকপ্রিয়