ঢাকা     মঙ্গলবার   ০৩ ডিসেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ১৮ ১৪৩১

গাজীপুরে সেনাবাহিনীর কুচকাওয়াজ ও শপথগ্রহণ প্যারেড অনুষ্ঠিত 

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৩৪, ৫ নভেম্বর ২০২৪  
গাজীপুরে সেনাবাহিনীর কুচকাওয়াজ ও শপথগ্রহণ প্যারেড অনুষ্ঠিত 

গাজীপুরে রাজেন্দ্রপুর সেনানিবাসে অর্ডন্যান্স সেন্টার অ্যান্ড স্কুলের মেজর হাসিব প্যারেড স্কয়ারে রিক্রুট ব্যাচ ২০২৪ এর প্রশিক্ষণ সমাপনী, সেনাবাহিনী প্রধান কুচকাওয়াজ ও শপথ গ্রহণ প্যারেড অনুষ্ঠিত হয়েছে ।

মঙ্গলবার (৫ নভেম্বর) সকাল ৯ টার দিকে রাজেন্দ্রপুর সেনানিবাসের প্যারেড গাউন্ডে এ কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে অর্ডন্যান্স কোরের কর্নেল কমান্ড্যান্ট মেজর জেনারেল মো. মাকসুদুল হক প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এসময় তিনি কুচকাওয়াজে সালাম গ্রহণ করেন। 

১৬১ জন রিক্রুট এই প্রশিক্ষণে অংশ নেন। 

অনুষ্ঠানে প্রধান অতিথি সার্বিকভাবে সেরা রিক্রুট হওয়ার গৌরব অর্জন করায় নবীন সৈনিক রায়হান আহমেদ, দ্বিতীয় সেরা নবীন সৈনিক মো. জিহাদ এবং তৃতীয় সেরা নবীন সৈনিক মো. মুশফিকুর রহমানকে পুরস্কৃত করেন। 

এছাড়াও কুক ট্রেডে সেরা রিক্রুট নবীন সৈনিক মো. মিজানুর রহমান, দ্বিতীয় সেরা নবীন সৈনিক নুর ইসলাম এবং তৃতীয় সেরা নবীন সৈনিক রাসেল মিয়াকে পুরস্কৃত করেন। 

অনুষ্ঠানে ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাসহ অন্যান্য সামরিক ও অসামরিক অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।

রেজাউল/টিপু


সর্বশেষ

পাঠকপ্রিয়