ঢাকা     সোমবার   ০২ ডিসেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ১৮ ১৪৩১

বগুড়ায় জমি নিয়ে মারামারিতে কৃষক নিহত, আটক ২

বগুড়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৩২, ৫ নভেম্বর ২০২৪   আপডেট: ১৯:৩৪, ৫ নভেম্বর ২০২৪
বগুড়ায় জমি নিয়ে মারামারিতে কৃষক নিহত, আটক ২

বগুড়ার গাবতলীতে জমি নিয়ে বিরোধে দুই পক্ষের মারামারিতে মুকুল হোসেন (৪৫) নামে এক কৃষক নিহত হয়েছেন। এ সময় উভয় পক্ষের সাত জন আহত হন। 

গাবতলী মডেল থানার ওসি আশিক ইকবাল জানান, এ ঘটনায় হাসপাতালে চিকিৎসাধীন মেঘা মন্ডল ও সবুজ মন্ডল নামে দুই জনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

মঙ্গলবার (৫ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার দুর্গাহাটা ইউনিয়নের গড়েরবাড়ি গ্রামে ঘটনাটি ঘটে। 

আরো পড়ুন:

নিহত মুকুল একই গ্রামের বাছেদ মিয়ার ছেলে।

আহতরা হলেন- ওসমান গনি (৫০), মেঘা মন্ডল (৩২), সবুজ মন্ডল (৫৮), আবেদা বেগম (৫৫), মামুনুর রশিদ (৪৫), আয়ান আলী (২৮) ও সুমন ইসলাম (২৯)। তারা প্রত্যেকে শহিদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

পুলিশ ও এলাকাবাসী জানান, গড়েরবাড়ি গ্রামের কৃষক মুকুল হোসেনের সঙ্গে আট শতক জমি নিয়ে একই গ্রামের আনোয়ারুল মাস্টারের বিরোধ চলছিল। আজ সকালে মুকুল বিরোধপূর্ণ জমি দখল নিতে যায়। এসময় উভয় পক্ষের মধ্যে মারামারি হয়। এতে মুকুলসহ উভয় পক্ষের ৮ জন আহত হন। তাদের বগুড়ার শহিদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে বিকেলে মুকুল মারা যান।

ওসি আশিক ইকবাল বলেন, এ ঘটনায় হাসপাতালে চিকিৎসাধীন মেঘা মন্ডল ও সবুজ মন্ডলকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। পুলিশ প্রহরায় তাদের চিকিৎসা চলছে। নিহত মুকুলের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। এখনো মামলা হয়নি।

এনাম/মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়