ঢাকা     শুক্রবার   ১৩ ডিসেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ২৮ ১৪৩১

ঘরের আড়ায় ঝুলছিল যুবকের মরদেহ

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৪২, ৬ নভেম্বর ২০২৪  
ঘরের আড়ায় ঝুলছিল যুবকের মরদেহ

ফাইল ফটো

গাজীপুরের শ্রীপুরে রবিন (২৪) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৬ নভেম্বর) সকালে উপজেলার তেলিহাটি ইউনিয়নের মুলাইদ গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

রবিন নেত্রকোণা জেলার মোহনগঞ্জ উপজেলার মৃত আবুল হাশেমের ছেলে। তিনি ওই গ্রামে শাহজাহান আলীর বাড়িতে ভাড়া থাকতেন।

পরিবারের দাবি, পারিবারিক কলহের জেরে আত্মহত্যা করেছেন রবিন। শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাত দিয়ে তিনি বলেন, পারিবারিক কলহের জেরে মঙ্গলবার রাতে গলায় ওড়না পেঁচিয়ে ঘরের আড়ালের সঙ্গে ঝুলে আত্মহত্যা করেন রবিন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।

রফিক/কেআই


সর্বশেষ

পাঠকপ্রিয়