ঢাকা     শুক্রবার   ১৩ ডিসেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ২৮ ১৪৩১

আ.লীগ নেতা বিপুল ঘোষের গ্রামের বাড়িতে চুরি

ফরিদপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:১৬, ৮ নভেম্বর ২০২৪   আপডেট: ১৬:২১, ৮ নভেম্বর ২০২৪
আ.লীগ নেতা বিপুল ঘোষের গ্রামের বাড়িতে চুরি

আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য বিপুল ঘোষের গ্রামের বাড়িতে চুরি হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার (৭ নভেম্বর) রাতে ফরিদপুরে সদর উপজেলার মাচ্চর ইউনিয়নের চন্ডিপুর এলাকার বাড়িটি থেকে স্বর্ণ, টাকা ও কাপড় নিয়ে যায় চোররা।  

শুক্রবার (৮ নভেম্বর) ফরিদপুর কোতোয়ালি থানার ওসি মো. আসাদউজ্জামান জানান, অভিযোগ পাওয়ার পর তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এলাকাবাসী জানায়, বিপুল ঘোষের চার ভাতিজা। ঢাকার একটি হত্যা মামলায় তারা আসামি। তাদের মধ্যে দীপু ঘোষ জেলহাজতে রয়েছেন। চঞ্চল ঘোষ, সজল ঘোষ ও কাজল ঘোষ পালাতক। গতকাল বৃহস্পতিবার মধ্যরাতে বাড়ির তিনটি জানালার গ্রিল কেটে ঘরে প্রবেশ করে চোর। তারা নগদ টাকা, স্বর্ণ ও কাপড় নিয়ে গেছে। ঘটনার সময় দীপু ঘোষের স্ত্রী ছেলে-মেয়ে নিয়ে অন্য একটি ঘরে ছিলেন।

আরো পড়ুন:

তারা আরো জানান, ফরিদপুরে আসলে বিপুল ঘোষ এই বাড়িতে থাকতেন।  

দীপু ঘোষের স্ত্রী করুণা ঘোষ বলেন, ‘জমি নিয়ে বিরোধের জেরে এলাকার একটি গ্রুপ আমার স্বামী ও দেবরদের নাম ঢাকার একটি হত্যা মামলায় দিয়েছে। আমার স্বামী ও দেবররা রাজনীতির সঙ্গে জড়িত না থাকলেও সেই মামলায় তাদের নাম দেওয়া হয়েছে। এরপর থেকেই বাড়ির সবাই পলাতক।’ 

তিনি আরো বলেন, ‘কিছুদিন ধরে আমাদের বাড়ি লুটপাটের চেষ্টা করা হচ্ছিল। গতকাল রাতের কোনো এক সময় বাড়ির তিনটি জানালার গ্রিল কেটে ঘরে থাকা নগদ অর্থ,  স্বর্ণ ও জামাকাপড় নিয়ে যায় চোররা। এ ঘটনায় থানায় অভিযোগ করা হবে।’

তামিম/মাসুদ


সর্বশেষ

পাঠকপ্রিয়