ঢাকা     শুক্রবার   ১৩ ডিসেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ২৮ ১৪৩১

মুরাদনগরে পানিতে দুই বোনসহ ৩ জনের মৃত্যু

কুমিল্লা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৪৮, ৮ নভেম্বর ২০২৪   আপডেট: ১৯:৪৯, ৮ নভেম্বর ২০২৪
মুরাদনগরে পানিতে দুই বোনসহ ৩ জনের মৃত্যু

কুমিল্লার মুরাদনগরে পানিতে ডুবে দুই বোনসহ তিন জনের মৃত্যু হয়েছে। শুক্রবার (৮ নভেম্বর) দুপুরে উপজেলার গুঞ্জর গ্রামের পূর্বপাড়া এবং পাঁচকিত্তায় মারা যান তারা।

গুঞ্জর গ্রামের পূর্বপাড়ায় মারা যাওয়া ‍দুই বোনের নাম সামিয়া (১৩) ও সামিবা (৭)। তারা একই গ্রামের রাজমিস্ত্রি সোহেল মিয়ার মেয়ে। পাঁচকিত্তায় মারা যাওয়া যুবতীর নাম রিয়া (২০)। তিনি মানসিক ভারসম্যহীন ছিলেন বলে জানিয়েছে পুলিশ। 

গুঞ্জর গ্রামের বাসিন্দারা জানান, বাড়ির পাশে ড্রেজারে দিয়ে গভীর করে খুঁড়ে রাখা গর্তে জমে থাকা পানিতে পড়ে যায় সামিবা। তাকে উদ্ধারে পানিতে নামে বড় বোন সামিয়া। দুপুরে পানিতে দুই বোনকে ভাসতে দেখে চিৎকার  শুরু করেন তাদের মা। এলাকাবাসী এগিয়ে এসে দুই শিশুকে উদ্ধার করে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুই বোনকে মৃত ঘোষণা করেন।  

আরো পড়ুন:

মুরাদনগর উপজেলার পাঁচকিত্তায় পুকুরে গোসল করতে নেমে রিয়া নামে যুবতীর মৃত্যু হয়। 

মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহববুল হক বলেন, ‘পানিতে ডুবে পাঁচকিত্তায় রিয়া নামে এক মানসিক ভারসাম্যহীন যুবতীর মৃত্যু হয়েছে। গুঞ্জরের সংবাদটি মাত্র জেনেছি। বিস্তারিত জানতে খোঁজ নিচ্ছি।’

রুবেল/মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়