ঢাকা     শুক্রবার   ০৬ ডিসেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ২২ ১৪৩১

আ.লীগের নেতাকর্মীদের আশ্রয় দেওয়ার ঘোষণা দিয়ে বিপাকে বিএন‌পি নেতা

পটুয়াখালী (উপকূল) প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:০১, ৯ নভেম্বর ২০২৪   আপডেট: ১০:২৫, ৯ নভেম্বর ২০২৪
আ.লীগের নেতাকর্মীদের আশ্রয় দেওয়ার ঘোষণা দিয়ে বিপাকে বিএন‌পি নেতা

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলা বিএন‌পির সভাপ‌তি আবদুর রহমান ফরা‌জি আওয়ামী লী‌গের নেতাকর্মীদের প্রতি সহানুভু‌তি প্রকাশ করেছেন। তিনি উপজেলা আওয়ামী লী‌গের সকল নেতাকর্মীকে বিএন‌পিতে আসার আহবান জানিয়েছেন। এমনই একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। যা বর্তমানে টক অব দ্য টাউন।

৩‌ মি‌নিট ২১‌ সেকেন্ডের এ ভি‌ডিওটি শুক্রবার (৯ নভেম্বর) বিকাল থে‌কে সামা‌জিক যোগা‌যোগ মাধ্যমে ভাইরাল হ‌য়। 

রাঙ্গাবালী উপ‌জেলা বিএন‌পির একা‌ধিক নেতৃবৃন্দ (নাম প্রকা‌শে অ‌নিচ্ছুক) জানান, শ‌নিবার দুপুরে রাঙ্গাবালী মাধ্যমিক বিদ্যালয় মাঠে উপজেলা বিএন‌পি কর্তৃক আ‌য়ো‌জিত এক জনসভায় প্রধান অ‌তি‌থি হিসাবে বক্তব্য রাখার কথা কে‌ন্দ্রীয় বিএন‌পির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এ‌বিএম মোশাররফ হোসেনের। উক্ত জনসভা উপলক্ষে গত ৬ নভেম্বর শেষ বিকেলে রাঙ্গাবালী উপজেলা বাজার এলাকায় পথসভায় আবদুর রহমান ফরা‌জি বক্তব্য রাখেন। সেখানে তিনি বলেন, ‘রাঙ্গাবালীতে আওয়ামী লীগ নেতাদের আশ্রয় দিবে বিএনপি। আ‌মি উপ‌জেলা বিএন‌পির সভাপতি আবদুর রহমান ফরাজী আপনাদের পাশে আ‌ছি।’ 

এ বিষয়ে জানাতে চাইলে মুঠোফোনে আবদুর রহমান ফরাজী বলেন, ‘আ‌মি বিষয়টি আসলে ওভাবে ব‌লি নাই। যারা নিরীহ আওয়ামী লীগ তাদেরকে আ‌মি দলে আসতে বলেছি। আর যারা সন্ত্রাস করেছে তাদের ব্যাপারে কোনো ছাড় নাই।’

ইমরান/টিপু


সর্বশেষ

পাঠকপ্রিয়