ভ্রাম্যমাণ আদালতের অভিযান
শীতলক্ষ্যার মাটি কেটে বিক্রিকালে ২টি এক্সকাভেটর ও ৩টি ড্রামট্রাক জব্দ
কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি || রাইজিংবিডি.কম
গাজীপুরের শ্রীপুরে শীতলক্ষ্যা নদীর তীর থেকে মাটি কেটে বিক্রির খবর পেয়ে অভিযান চালিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। দুর্বৃত্তরা এ সময় দুটি এক্সকাভেটর ও তিনটি ড্রামট্রাক ফেলে পালিয়ে যায়। ভ্রাম্যমাণ আদালত এসব এক্সকাভেটর ও ড্রামট্রাক জব্দ করেন।
স্থানীয় পলাশ এবং ইলিয়াস নামে দুই নদী খেকো নদীর তীরের মাটিকেটে বিক্রি করছে বল জানিয়েছে প্রশাসন।
শনিবার (৯ নভেম্বর) উপজেলার গোসিঙ্গা ইউনিয়নের খোঁজেখানি গ্রামের শীতলক্ষ্যা তীরে উপজেলা সহকারী কমিশনার ভূমি আতাহার শাকিল ভ্রাম্যমাণ আদালতের এই অভিযান পরিচালনা করেন ।
আতাহার শাকিল বলেন, নদী তীরের এই মাটি কাটার সঙ্গে পলাশ ও ইলিয়াস নামে দুজন জড়িত থাকার বিষয়টি জানা গেছে। ঘটনাস্থল থেকে দুটি এক্সকাভেটর ও তিনটি ড্রামট্রাক জব্দ করা হয়েছে।
রফিক/টিপু