ঢাকা     সোমবার   ০২ ডিসেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ১৮ ১৪৩১

উপদেষ্টা না পেলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারী রংপুরের সমন্বয়কদের  

রংপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:২৫, ১১ নভেম্বর ২০২৪   আপডেট: ২০:৫৯, ১১ নভেম্বর ২০২৪
উপদেষ্টা না পেলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারী রংপুরের সমন্বয়কদের  

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে রংপুর বিভাগ থেকে নিয়োগ দেওয়ার দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন একদল শিক্ষার্থী। এ বিভাগ থেকে উপদেষ্টা নিয়োগ দেওয়া না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন তারা।  

সোমবার (১১ নভেম্বর) বিকেলে রংপুর প্রেস ক্লাবের সামনের সড়ক ‌‌‘বৈষম্যবিরোধী অবরোধ ছাত্র আন্দোলন’-এর ব্যানারে এই কর্মসূচি পালন করেন তারা।  

বিক্ষোভ কর্মসূচিতে বক্তব্য রাখেন- বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রংপুরের সমন্বয়ক ইমরান আহমেদ, ইমতিয়াজ আহমেদ, ইয়াসির আরাফাত, ডা. ফাহিম, ডা. জামিল প্রমুখ।

আরো পড়ুন:

রংপুরের সমন্বয়করা বলেন, আবু সাঈদের রক্তের সঙ্গে বেইমানি মেনে নেওয়া হবে না। প্রধান উপদেষ্টা আঞ্চলিক বৈষম্য দূর করে রংপুরকে এগিয়ে নেওয়ার প্রতিশ্রুতি দিলেও বাস্তববতা আজ ভিন্ন। দফায় দফায় উপদেষ্টা নিয়োগ হলেও আবু সাঈদের অঞ্চলে নেই একজন উপদেষ্টা। অথচ আন্দোলন সংগ্রামের সূতিকাগার ছিল রংপুর। তাই দ্রুত  এই বৈষম্য দূর করে রংপুর অঞ্চল থেকে ন্যূনতম পাঁচ জন উপদেষ্টা নিয়োগ করতে হবে। তা না হলে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে। 

প্রসঙ্গত, গত ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতন হয়। ৮ আগস্ট গঠিত অন্তর্বর্তী সরকার। এই সরকারের প্রধান উপদেষ্টা হয়েছেন শান্তিতে নোবেল জয়ী ড. মুহাম্মদ ইউনূস। এরপর কয়েক দফায় বেড়ে বর্তমানে এই সরকারে ২৪ জন উপদেষ্টা দায়িত্ব পালন করছেন। সবশেষ গত ১০ নভেম্বর নতুন করে শপথ নিয়েছেন তিনজন উপদেষ্টা।

ঢাকা/আমিরুল/মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়