ঢাকা     বুধবার   ০৪ ডিসেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ১৯ ১৪৩১

রোহিঙ্গা ক্যাম্পে অভিযান: অস্ত্র ও গ্রেনেডসহ আরসা সন্ত্রাসী গ্রেপ্তার

কক্সবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৩৩, ১২ নভেম্বর ২০২৪   আপডেট: ১৬:৪৭, ১২ নভেম্বর ২০২৪
রোহিঙ্গা ক্যাম্পে অভিযান: অস্ত্র ও গ্রেনেডসহ আরসা সন্ত্রাসী গ্রেপ্তার

কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা আশ্রয় শিবিরে বিশেষ অভিযান পরিচালনা করে সৈয়দুল আমিন (২৪) নামে আরসা সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এ সময় তার কাছ থেকে দুইটি হ্যান্ড গ্রেনেড, একটি দেশীয় তৈরি শটগান ও চার রাউন্ড গুলি জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (১২ নভেম্বর) ৮ এপিবিএনের ভারপ্রাপ্ত অধিনায়ক খন্দকার ফজলে রাব্বী জানান, ‘গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে সাতটি হত্যা এবং দুইটি পুলিশ অ্যাসল্ট মামলা রয়েছে।’ 

এর আগে গতকাল সোমবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার ১৮ নম্বর রোহিঙ্গা আশ্রয় শিবিরের এম-১৭ ব্লক থেকে তাকে আটক করা হয়।

আরো পড়ুন:

গ্রেপ্তার সৈয়দুল আমিন রোহিঙ্গা ক্যাম্পের এল-১৮ ব্লকের মৃত ইউসুফ আলীর ছেলে।

৮ এপিবিএনের ভারপ্রাপ্ত অধিনায়ক খন্দকার ফজলে রাব্বী বলেন, ‘গতকাল রাতে ১৮ নম্বর ক্যাম্পে অভিযান চলাকালে আরসার সন্ত্রাসীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করে। এসময় আরসার শীর্ষ সদস্য সৈয়দুল আমিনকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে একটি দেশীয় শটগান, চার রাউন্ড গুলি ও দুইটি হ্যান্ড গ্রেনেড জব্দ হয়েছে। জব্দকৃত আলামতসহ গ্রেপ্তারকৃতকে ময়নারঘোনা পুলিশ ক্যাম্পে নিয়ে আসা হয়েছে।’ 

এদিকে, একই দিন (সোমবার) বিকেলে ১৮ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে চালানো অপর বিশেষ অভিযানে পরিত্যক্ত অবস্থায় একটি দেশীয় ওয়ান শুটারগান, এক রাউন্ড ৭.৬২ চায়না রাইফেলের গুলি ও একটি এম-সিক্স সেভেন হ্যান্ড গ্রেনেড উদ্ধার হয়েছে।

গত শুক্রবার রাতে উপজেলার পালংখালী বালুখালী রোহিঙ্গা শিবির-সংলগ্ন এলাকায় যৌথবাহিনীর অভিযানে উদ্ধার হয় ৯টি গ্রেনেড। 

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফ হোসাইন বলেন, গ্রেনেডগুলো কোথা থেকে এলো, কীভাবে এলো, কারা এর পেছনে জড়িত তা উদঘাটনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে।

ঢাকা/তারেকুর/মাসুদ


সর্বশেষ

পাঠকপ্রিয়