ঢাকা     শনিবার   ১৪ ডিসেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩১

কুমারখালীর সাবেক ভাইস চেয়ারম্যান গ্রেপ্তার

কুষ্টিয়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:০৪, ১২ নভেম্বর ২০২৪  
কুমারখালীর সাবেক ভাইস চেয়ারম্যান গ্রেপ্তার

কুষ্টিয়ার কুমারখালী উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান রাসেল হোসেনকে (২৮) গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (১২ নভেম্বর) বিকেলে কুষ্টিয়া জেলা শহরের মজমপুর গেট থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন কুষ্টিয়া মডেল থানার ওসি শিহাবুর রহমান।

গ্রেপ্তার রাসেলের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। তিনি গত ৫ আগস্টের পর থেকে আত্মগোপনে ছিলেন। 

আরো পড়ুন:

প্রত্যক্ষদর্শীরা জানান, আজ বিকেলে মোটরসাইকেলে করে রাসেলসহ দুজন কুষ্টিয়া শহরের মজমপুর গেট এলাকা দিয়ে যাচ্ছিলেন। এসময় ছাত্র-জনতা তাকে ধরে মারধর করে পুলিশের কাছে সোপর্দ করে।

ওসি শিহাবুর রহমান বলেন, গত ১৯ সেপ্টেম্বর মডেল থানায় দায়ের হওয়া একটি নাশকতা মামলার আসামি ছিলেন রাসেল। বিকেলে লোকেশন জানতে পেরে পুলিশ তাকে মজমপুর গেট থেকে গ্রেপ্তার করে। এ সময় উত্তেজিত জনতা তাকে দুই একটা কিল ঘুষি মেরে থাকতে পারে। তার বিরুদ্ধে কুমারখালী থানায় একাধিক মামলা রয়েছে। বুধবার (১৩ নভেম্বর) সকালে রাসেলকে আদালতে পাঠানো হবে।

ঢাকা/কাঞ্চন/মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়