ঢাকা     শনিবার   ১৪ ডিসেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩১

বশেমুরবিপ্রবিতে গাছ দিয়ে তৈরি নৌকার প্রতিকৃতিতে অগ্নিসংযোগ

গোপালগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:১২, ১৩ নভেম্বর ২০২৪  
বশেমুরবিপ্রবিতে গাছ দিয়ে তৈরি নৌকার প্রতিকৃতিতে অগ্নিসংযোগ

গতকাল মঙ্গলবার রাতে বশেমুরবিপ্রবি’র প্রশাসনিক ভবনের সামনে থাকা পাতাবাহার গাছ দিয়ে তৈরি আ. লীগের দলীয় প্রতীক নৌকায় আগুন দেয় বলে অভিযোগ উঠেছে

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) প্রশাসনিক ভবনের সামনে থাকা পাতাবাহার গাছ দিয়ে তৈরি নৌকার প্রতিকৃতিতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

গতকাল মঙ্গলবার রাত ১০টার দিকে নৌকার প্রতিকৃতিকে আগুন দেওয়ার ঘটনাটি ঘটে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়টির প্রক্টর ড. মো. কামরুজ্জামান।

নৌকা হলো বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাচনী প্রতীক।

আরো পড়ুন:

শিক্ষার্থীরা জানান, রাতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অবস্থিত পাতাবাহার গাছ দিয়ে তৈরি আওয়ামী লীগের দলীয় প্রতীক নৌকার প্রতিকৃতিতে প্রথমে ভাঙচুর করা হয়। পরে অগ্নিসংযোগ করা হয়। 

বশেমুরবিপ্রবি’র প্রক্টর ড. মো. কামরুজ্জামান বলেন, ‘ঘটনার পর দুই শিক্ষার্থী আমাকে বিষয়টি জানান। আমি লোক পাঠিয়েছিলাম। তারা এসে জানান, নৌকার আদলে করা গাছে শিক্ষার্থীরা আগুন দিয়েছে। এর কিছুক্ষণ পর আগুন নিভে যায়। এখন পর্যন্ত আমাদের কাছে কোনো শিক্ষার্থী অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’

শরিফুল ইসলাম সোহাগ নামে এক শিক্ষার্থী ভাঙচুর করেছেন ছবিতে এমনটি দেখা গেছে বলে জানালে তিনি বলেন, ‘সোশ্যাল মিডিয়ায় কী ছবি এসেছে তা আমার দেখা হয়নি। ছবিটি দেখে পরবর্তী করণীয় ঠিক করা হবে।’

ঢাকা/বাদল/মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়