ঢাকা     রোববার   ০৭ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২২ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

রিমান্ড মঞ্জুরের পর সাবেক এমপি আসাদ বললেন ‘অন্যায়ভাবে আছি, বিজয় হবেই’

রাজশাহী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:০০, ২২ ডিসেম্বর ২০২৪   আপডেট: ১৬:০৬, ২২ ডিসেম্বর ২০২৪
রিমান্ড মঞ্জুরের পর সাবেক এমপি আসাদ বললেন ‘অন্যায়ভাবে আছি, বিজয় হবেই’

রিমান্ড শুনানির জন্য আসাদুজ্জামান আসাদকে রবিবার দুপুরে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-১ এ আনা হয়

আদালতে রিমান্ড মঞ্জুর হওয়ার পর রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সাবেক সংসদ সদস্য আসাদুজ্জামান আসাদ প্রিজন ভ্যানে ওঠার সময় সাংবাদিকদের বলেছেন, ‘অন্যায়ভাবে আছি, বিজয় হবেই।’

রবিবার (২২ ডিসেম্বর) দুপুরে রিমান্ড শুনানির জন্য আসাদুজ্জামান আসাদকে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-১ এ তোলা হয়।

আরো পড়ুন:

রিমান্ড শুনানির পর প্রিজন ভ্যানে তোলার সময় একজন সাংবাদিক তার কাছে জানতে চান কিছু বলবেন কি না? এ সময় আসাদুজ্জামান আসাদ বলেন, “কিচ্ছু বলার নাই। অন্যায়ভাবে আছি। বিজয় হবেই ইনশাল্লাহ।” এ সময় সবার কাছে দোয়া চান তিনি। পরে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে আসাদুজ্জামান আসাদ প্রিজন ভ্যানে ওঠেন।

গত ৬ অক্টোবর ঢাকায় গ্রেপ্তার হন আসাদুজ্জামান আসাদ। এরপর তাকে রাজশাহী জেলা ও মহানগরের সাতটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। এর মধ্যে নগরের বোয়ালিয়া থানার একটি মামলায় তার রিমান্ডের আবেদন করেছিল পুলিশ। আজ রিমান্ড আবেদনের শুনানি হয়।

রাজশাহী মহানগর পুলিশের আদালত পরিদর্শক আবদুর রফিক জানান, “বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের এ মামলা তদন্ত করছেন নগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) একজন উপ-পরিদর্শক (এসআই)। তিনি আদালতে আসাদুজ্জামান আসাদের সাত দিনের রিমান্ডের আবেদন করেছিলেন। শুনানি শেষে বিচারক ফয়সাল তারেক এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।”

আদালতে এ দিন আসাদুজ্জামান আসাদের আইনজীবীরা তার জামিনের আবেদন করেছিলেন। তবে আদালত তা নামঞ্জুর করেছেন বলে জানান পুলিশের আদালত পরিদর্শক আবদুর রফিক।

ঢাকা/কেয়া/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়