এসিল্যান্ডের হস্তক্ষেপে প্রাণ ফিরে পেল টেঁটাবিদ্ধ কুকুর
পটুয়াখালী (উপকূল) প্রতিনিধি || রাইজিংবিডি.কম
পটুয়াখালীর কলাপাড়ায় টেঁটাবিদ্ধ একটি কুকুরকে উদ্ধার করে এসিল্যান্ডের (সহকারী কমিশনার—ভূমি) সহযোগিতায় চিকিৎসাসেবা দিয়েছে ‘এনিমেল লাভারস অব পটুয়াখালী’র কলাপাড়া শাখার সদস্যরা।
শনিবার (৫ অক্টোবর) রাত ১০টায় কুকুরটি উদ্ধার করে উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরে নিয়ে চিকিৎসা দেওয়া হয়।
এর আগে শেষ বিকেলে কলাপাড়া উপজেলার চাকামাইয়া ইউনিয়নের নিশানবাড়িয়া গ্রাম থেকে টেঁটাবিদ্ধ অবস্থায় কুকুরটি উদ্ধার করা হয়। তবে, কে বা কারা ওই কুকুরকে টেঁটাবিদ্ধ করেছে, তা নিশ্চিত হওয়া যায়নি।
এনিমেল লাভারস অব পটুয়াখালীর কলাপাড়া শাখার টিম লিডার বায়েজিদ মুন্সী বলেছেন, একটি টেঁটাবিদ্ধ কুকুর এলাকায় ঘোরাফেরা করছে, এমন খবর পাওয়ার পর আমরা বিষয়টি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসিন সাদীককে অবহিত করি। পরে তার নির্দেশে কুকুরটিকে আমাদের সদস্যরা উদ্ধার করে উপজেলা প্রাণিসম্পদ অফিসে নিয়ে গেলে তারা দ্রুত সময়ের মধ্যে চিকিৎসা দেন। দ্রুত হস্তক্ষেপের জন্য এ্যাসিল্যান্ড মহোদয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
এনিমেল লাভারস অব পটুয়াখালীর সদস্য কাওসার হৃদয় জানিয়েছেন, কুকুরটি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছে। তার চিকিৎসা ও যত্ন অব্যাহত আছে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসিন সাদীক বলেছেন, বায়েজিদ মুন্সী আমাকে টেঁটাবিদ্ধ কুকুরের বিষয়ে অবহিত করলে আমি দ্রুত প্রাণিসম্পদ বিভাগের সহকর্মীদের সহযোগিতার আহ্বান জানাই। এনিমেল লাভার্স অব পটুয়াখালীর কলাপাড়ার শাখার সদস্য এবং প্রাণিসম্পদ অধিদপ্তরের সহযোগিতায় কুকুরটির সুচিকিৎসা নিশ্চিত করা হয়েছে। প্রাণী আমাদের পরিবেশ ও জীববৈচিত্র্যের অপরিহার্য অংশ। তাদের প্রতি সহানুভূতিশীল ও দায়িত্বশীল আচরণ মানবতার প্রতিফলন। উপজেলা প্রশাসন কলাপাড়া ভবিষ্যতেও প্রাণিকল্যাণ, সচেতনতা বৃদ্ধি ও উদ্ধার কার্যক্রমে সক্রিয় ভূমিকা পালন করবে।
ঢাকা/ইমরান/রফিক