ঢাকা     সোমবার   ১০ নভেম্বর ২০২৫ ||  কার্তিক ২৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ময়মনসিংহে ইউপি সদস্যকে পিটিয়ে হত্যা, আটক ২

ময়মনসিংহ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৪৮, ৬ অক্টোবর ২০২৫  
ময়মনসিংহে ইউপি সদস্যকে পিটিয়ে হত্যা, আটক ২

জামাল উদ্দিন

ময়মনসিংহের তারাকান্দায় এক ইউপি সদস্যকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় দুইজনকে আটক করেছে পুলিশ। রবিবার (৫ অক্টোবর) রাতে উপজেলার নলচাপড়া গ্রামে তার ওপর হামলা চালায় সন্ত্রাসীরা। 

মারা যাওয়া জামাল উদ্দিন (৬০) বানিহালা ইউনিয়নের ৮ নম্বর নলচাপড়া গ্রামের ইউপি সদস্য ছিলেন।

আরো পড়ুন:

আটককৃতরা হলেন- উপজেলার বানিহাল ইউনিয়নের নলচাপড়া গ্রামের ইছমাহিলের ছেলে কছিম উদ্দিন (৫৫) ও একই গ্রামের মিরাশ উদ্দিনের ছেলে আনোয়ার হোসেন (৪৫)।

পুলিশ ও এলাকাবাসী জানান, বানিহালা ইউনিয়নের ইউপি সদস্য জামাল উদ্দিনের মেয়ে স্থানীয় নলচাপড়া মাদরাসায় পড়ালেখা করে। প্রতিদিন ইউপি সদস্য রাতের খাবার মাদরাসায় গিয়ে দিয়ে আসতেন মেয়েকে। রবিবার রাতে মেয়েকে খাবার দিয়ে বাড়িতে ফেরার পথে একদল সন্ত্রাসী তাকে পিটিয়ে আহত করে। ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে নেওয়ার পর তিনি মারা যান।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে মাদরাসার জমি নিয়ে জামাল উদ্দিনের সঙ্গে বিরোধ ছিল প্রতিবেশীদের। তাদের ধারণা, এ বিরোধের জেরেই খুন হতে পারেন তিনি।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই মো. শফিক উদ্দিন জানান, গতকাল রাত ৯টার দিকে ইউপি সদস্যকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। রাত সাড়ে ৯টার দিকে তিনি মারা যান। 

তারাকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) টিপু সুলতান বলেন, “জমি সংক্রান্ত বিরোধের জেরেই খুন হতে পারেন ইউপি সদস্য জামাল উদ্দিন। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহ দুইজনকে আটক করা হয়েছে।”

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়