ঢাকা     বৃহস্পতিবার   ১৩ নভেম্বর ২০২৫ ||  কার্তিক ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ফরিদপুরে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

ফরিদপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:০৫, ৮ অক্টোবর ২০২৫  
ফরিদপুরে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

ফরিদপুরে আবাসিক হোটেলে এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ অসীম শেখ (২২) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (৮ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে র‌্যাব।

এর আগে, মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে ফরিদপুর শহরের নিউমার্কেট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। অসীম ফরিদপুর জেলা সদরের মৃগী গ্রামের আব্দুল সালাম শেখের ছেলে।

আরো পড়ুন:

র‌্যাব-১০, সিপিসি-৩, ফরিদপুর- এর কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার তারিকুল ইসলাম বলেন, ‘‘গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য প্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে অসীম শেখকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়।’’

এর আগে, গত ৫ জুন ফরিদপুরের নিউমার্কেট এলাকার একটি আবাসিক হোটেলে এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠে। এ ঘটনায় ওই দিনই ফরিদপুরের কোতয়ালী থানায় মামলা দায়ের করা হয়।

ঢাকা/তামিম/রাজীব

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়