ঢাকা     সোমবার   ১০ নভেম্বর ২০২৫ ||  কার্তিক ২৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মাদক মামলায় নারীর যাবজ্জীবন 

নাটোর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:২০, ৮ অক্টোবর ২০২৫   আপডেট: ১৯:৩২, ৮ অক্টোবর ২০২৫
মাদক মামলায় নারীর যাবজ্জীবন 

রায় ঘোষণার পর কারাদণ্ডপ্রাপ্ত আসামিদের কারাগারে নেওয়া হয়।

নাটোরের লালপুরে মাদকদ্রব্য হেরোইন সংরক্ষণ ও বহনের দায়ে আসামি হাসিনা বেগমকে যাবজ্জীবন এবং হেলাল উদ্দিনকে ৫ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

আজ বুধবার (৮ অক্টোবর) দুপুরে নাটোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-২ আদালতের বিচারক রেজাউল করিম এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত হাসিনা বেগম লালপুর উপজেলার মোহরকয়া গ্রামের শওকত খন্দকারের স্ত্রী এবং হেলাল উদ্দিন একই গ্রামের নাহিদ উদ্দিনের ছেলে।  

আরো পড়ুন:

নাটোর জজ আদালতের পিপি আব্দুল কাদের কারাদণ্ডের তথ্য জানিয়েছেন। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।

মামলার এজাহারের বরাত দিয়ে পিপি বলেন, ‘‘গোপন সংবাদের ভিত্তিতে ২০২০ সালের ১৫ জুন লালপুর উপজেলার মোহরকয়া পূর্বপাড়া গ্রামের হাসিনা বেগমের বাড়িতে পুলিশ অভিযান চালায়। অভিযানকালে সেখানে মাদকদ্রব্য বিক্রয়কালে হাসিনা বেগম এবং হেলাল উদ্দিনকে ৩০ গ্রাম হেরোইন এবং হেরোইন বিক্রির নগদ টাকাসহ গ্রেপ্তার করে পুলিশ।’’  

আসামি হাসিনা বেগমকে যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি ১০ হাজার টাকা জরিমানা, অনাদায় আরো এক বছর কারাদণ্ড দেওয়া হয়েছে। অপর অভিযুক্ত হেলাল উদ্দিনকে ৫ বছর সশ্রম কারাদণ্ডের পাশাপাশি ১০ হাজার টাকা জরিমানা, অনাদায় আরো এক বছর সশ্রম কারাদণ্ড দিয়েছেন।  
 

ঢাকা/আরিফুল/বকুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়