ঢাকা     সোমবার   ০৮ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

হাফেজ হতে বাকি ছিল এক পারা, ছেলেটি চলে গেল কার অবহেলায়

নেত্রকোণা সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৩২, ১০ অক্টোবর ২০২৫   আপডেট: ০৮:১৮, ১১ অক্টোবর ২০২৫
হাফেজ হতে বাকি ছিল এক পারা, ছেলেটি চলে গেল কার অবহেলায়

পবিত্র কোরআন শরীফের ২৯ পারা মুখস্থ করেছিল আব্দুল বাছির রনি। হাফেজ হতে আর মাত্র এক পারা বাকি ছিল ১৬ বছর বয়সী এই কিশোরের। তবে, তার আগেই নিভে গেল তার প্রাণপ্রদীপ।

শুক্রবার (১০ অক্টোবর) ভোরে ফজরের নামাজের জন্য অজু শেষে একটি লোহার পাইপ ধরে ওঠার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয় রনি। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান সহপাঠী ও শিক্ষকরা। চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

আরো পড়ুন:

এ ঘটনার পরে স্থানীয় সচেতন মহলে প্রশ্ন উঠেছে, ছেলেটি চলে গেল কার অবহেলায়? মাদ্রাসা কর্তৃপক্ষ শিক্ষার্থীদের যথাযথ নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করেছিল কি না সেটা তদন্ত করে দেখা দরকার। এ ঘটনায় তাদের কোনো গাফিলতি থাকলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে।

আব্দুল বাছির রনি নেত্রকোণা জেলার কেন্দুয়া উপজেলার মোজাফরপুর ইউনিয়নের হারুলিয়া গ্রামের শহীদ মিয়ার ছেলে ও কেন্দুয়া পৌরসভার দিগদাইর জামিয়া ইসলামিয়া রাশিদিয়া মাদ্রাসার শিক্ষার্থী ছিল।

রনির মৃত্যুর বিষয়ে জানতে কেন্দুয়া থানার ওসি মিজানুর রহমানের সঙ্গে যোগাযোগ করে রাইজিংবিডি ডট কম। তিনি বলেন, ‘‘এ ঘটনায় রনির বাবা শহীদ মিয়া বাদী হয়ে কেন্দুয়া থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করেছেন। পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।’’

ঢাকা/ইবাদ/রাজীব

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়