ঢাকা     রোববার   ০৭ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

খুলনায়  মৎস্য হাসপাতাল উদ্বোধন 

নিজস্ব প্রতিবেদক, খুলনা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:০৮, ১৪ নভেম্বর ২০২৫  
খুলনায়  মৎস্য হাসপাতাল উদ্বোধন 

মানুষ যেমন অসুস্থ হলে হাসপাতালে যায়, তেমনই এখন থেকে মাছের রোগ হলে চিকিৎসার জন্য যাবে হাসপাতালে। শুক্রবার (১৪ নভেম্বর) বিকেল ৫টায় এমন একটি হাসপাতাল উদ্বোধন হয়েছে খুলনার ডুমুরিয়ায়। 

ব্যক্তিগত উদ্যোগে ডুমুরিয়া উপজেলার রুদাঘরা বটতলা মোড়ে ‘ফিস স্কয়ার মৎস্য হাসপাতাল’ উদ্বোধন করেছেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মো. শাহ আলম সরকার। 

মাছের রোগ-বালাইসহ মাছ চাষ বিষয়ে যেকোনো সমস্যার সমাধান করতে সম্পূর্ণ বিনামূল্যে সেবা ও পরামর্শ দেওয়া হবে এ হাসপাতালে।

উদ্বোধন অনুষ্ঠান শেষে অধ্যাপক মো. শাহ আলম সরকার বলেছেন, “মানুষের অসুখ-বিসুখে যেমন ডাক্তারের পরামর্শ ও সেবা নিতে হয়, তেমনই মাছের অসুখ সারাতে বা যেকোনো সমস্যার পরামর্শ দিতে এ ধরনের হাসপাতাল স্থাপন ব্যতিক্রমী উদ্যোগ। স্থানীয় খামারিসহ সারা বাংলাদেশের মাছচাষিরা বিনামূল্যে পরামর্শ পেয়ে অনেক উপকৃত হবেন।”

সেবামূলক এ প্রতিষ্ঠানের উদ্যোক্তা আব্দুস সালাম বিশ্বাসকে সাধুবাদ জানিয়েছেন অধ্যাপক মো. শাহ আলম সরকার। পরে তিনি ফিস স্কয়ার হ্যাচারি পরিদর্শন করেন। এরপর রুদাঘরা মৎস্য খামারি স্কুলে স্থানীয় মাছচাষিদের সঙ্গে মতবিনিময় করেন অধ্যাপক মো. শাহ আলম সরকার।

এ সময় উপস্থিত ছিলেন খুলনা যুব উন্নয়নের সিনিয়র প্রশিক্ষক মো. সুরাত আলী, ফিস স্কয়ারের মার্কেটিং ও সেলস অফিসার মো. ইয়াসিন বিশ্বাস, হযরত সরদার, মো. শফিকুল ইসলাম গাজী প্রমুখ।

ঢাকা/নূরুজ্জামান/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়