ঢাকা     সোমবার   ০৮ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

শহীদ মিনার অবমাননার অভিযোগ ইসলামী আন্দোলনের প্রার্থী ও নেতাকর্মীদের বিরুদ্ধে

গোপালগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৫৩, ৭ ডিসেম্বর ২০২৫   আপডেট: ১৮:৫৪, ৭ ডিসেম্বর ২০২৫
শহীদ মিনার অবমাননার অভিযোগ ইসলামী আন্দোলনের প্রার্থী ও নেতাকর্মীদের বিরুদ্ধে

গোপালগঞ্জের কোটালীপাড়ায় শহীদ মিনার অবমাননার অভিযোগ উঠেছে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী ও দলটির নেতাকর্মীদের বিরুদ্ধে। রবিবার (৭ ডিসেম্বর) উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার দুপুরে কোটালীপাড়া মার্কেট থেকে গোপালগঞ্জ-৩ আসনের ইসলামী আন্দোলনের প্রার্থী ইঞ্জিনিয়ার মারুফ শেখের নেতৃত্বে একটি নির্বাচনী পদযাত্রা শুরু করেন নেতাকর্মীরা। পদযাত্রাটি উপজেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এসে শেষ করে। এ সময় জুতা পায়ে মারুফ শেখসহ নেতাকর্মীরা শহীদ মিনারে উঠে পড়েন। এ ঘটনায় উপজেলাজুড়ে ক্ষোভের সৃষ্টি হয়েছে। চলছে আলোচনা-সমালোচনা।

এ বিষয়ে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহ্বায়ক মো. আবুল কালাম আজাদ বলেন, ‘‘শহীদ মিনারে জুতা পায়ে উঠা আপত্তিমূলক বিষয়। এমন ঘটনা কোনভাবেই কাম্য নয়।’’

ইসলামী আন্দোলন বাংলাদেশের গোপালগঞ্জ জেলা সভাপতি তসলিম হুসাইন সিকদার বলেন, ‘‘দেশের জন্য যারা আত্মত্যাগ করেছেন, তাদের সবসময় সম্মান জানাতে হবে। আমার মনে হয় এটি তারা না বুঝেই করে ফেলেছেন।’’

কোটালীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাগুফতা হক বলেন, ‘‘ওই সময় আমি পরিষদে ছিলাম না। তবে, এমন একটি ভিডিও দেখেছি। ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে কথা না বলে এ বিষয়ে কোনো মন্তব্য করতে পারব না।’’

অভিযোগের বিষয়ে জানতে গোপালগঞ্জ-৩ আসনের ইসলামী আন্দোলনের প্রার্থী ইঞ্জিনিয়ার মারুফ শেখের মোবাইলে ব্যবহৃত নম্বরে একাধিকবার কল করলেও বন্ধ পাওয়া যায়।

ঢাকা/বাদল/রাজীব

সর্বশেষ

পাঠকপ্রিয়