ঢাকা     সোমবার   ০৮ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

গোপালগঞ্জে ইসলামী আন্দোলন বাংলাদেশের নির্বাচনী পদযাত্রা

গোপালগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:২১, ৭ ডিসেম্বর ২০২৫  
গোপালগঞ্জে ইসলামী আন্দোলন বাংলাদেশের নির্বাচনী পদযাত্রা

নির্বাচনী পদযাত্রা করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ কোটালীপাড়া শাখার নেতাকর্মীরা।

ইসলাম, দেশ ও জাতির কল্যাণে মানবিক মর্যাদা ও ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে নির্বাচনী পদযাত্রা করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ কোটালীপাড়া শাখার নেতাকর্মীরা। 

আজ রবিবার (০৭ ডিসেম্বর) দুপুরে কোটালীপাড়া মার্কেট থেকে গোপালগঞ্জ-৩ আসনে দলের প্রার্থী ইঞ্জিনিয়ার মো. মারুফ শেখের নেতৃত্বে নির্বাচনী পদযাত্রা শুরু করে নেতাকর্মীরা। নির্বাচনী পদযাত্রা উপজেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের সামনে গিয়ে শেষ হয়। 

আরো পড়ুন:

পরে সেখানে অনুষ্ঠিত সমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশ গোপালগঞ্জ জেলা শাখার সহ-সভাপতি ইয়াহিয়া মাহমুদ, কোটালীপাড়া উপজেলা শাখার সভাপতি হাজী ফরিদ আহম্মেদ হাওলাদার, সাধারণ সম্পাদক দ্বীন ইসলাম শেখ, পৌর সভাপতি ইব্রাহিম মোল্লা, সেক্রেটারী রোমান শেখ, উপজেলা মুজাহিদ কমিটির সভাপতি মাওলানা জাকির হোসাইন, সেক্রেটারী নুর ইসলাম খান উপস্থিত ছিলেন।

সমাবেশে গোপালগঞ্জ-৩ আসনের প্রার্থী ইঞ্জিনিয়ার মারুফ শেখ বলেন, টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া ইসলামের আবাস ভূমি। এই গোপালগঞ্জে জন্ম নিয়েছেন শামসুল হক ফরিদপুরী। এই টুঙ্গিপাড়ার সন্তান বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের হাত ধরে এ দেশে স্বাধীনতা এসেছে। স্বাধীনতার ৫৪ বছরেও মানুষের মধ্যে সাম্য প্রতিষ্ঠা হয়নি। আগামীতে ৮ দলীয় ইসলামী জোট ক্ষমতায় আসবে। বাংলাদেশের সকল খাত থেকে দুর্নীতি, ঘুষ, সুদ বন্ধ করা হবে।

ঢাকা/বাদল/বকুল

সর্বশেষ

পাঠকপ্রিয়