ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

পিরোজপুরে ১০ হাজার মিটার কারেন্ট জাল ধ্বংস

পিরোজপুর সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:১০, ৩০ অক্টোবর ২০২০  
পিরোজপুরে ১০ হাজার মিটার কারেন্ট জাল ধ্বংস

পিরোজপুরে নিষেধাজ্ঞা অমান‌্য করে ইলিশ মাছ ধরার ১০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করে ধ্বংস করা হয়েছে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দিবাগত রাত ৩টার দিকে এক অভিযানে জব্দ করা ১০ হাজার মিটার কারেন্ট জাল ধ্বংস করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন পিরোজপুর পুলিশ সুপার হায়তুল ইসলাম খান।

পুলিশ সুপার হায়তুল ইসলাম খান জানান, দেশে ইলিশের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রধান প্রজনন মৌসুম ১৪ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত ২২ দিন নদীতে জাল দিয়ে সকল ধরনের মাছ শিকার নিষিদ্ধ করেছে সরকার। চলমান নিষেধাজ্ঞা জোরদার করতে বিভিন্ন জায়গাতে অভিযান পরিচালনা করছে পিরোজপুর জেলা পুলিশ। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার দিবাগত রাতে অভিযান পরিচালনা করে পুলিশ।

রাতে নিষেধাজ্ঞা অমান‌্য করে পিরোজপুরের কঁচা নদীর বিভিন্ন এলাকায় ইলিশ ধরছিলেন জেলেরা। অভিযান টের পেয়ে জাল ফেলে পালিয়ে যান জেলেরা। এর ফলে কাউকে আটক করতে পারেনি পুলিশ। এসময়  ১০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। পরে জব্দ করা জালগুলো পিরোজপুর সদর উপজেলার কুমিড়মারা ফেরিঘাটে পুড়িয়ে ধ্বংস করা হয়।

পিরোজপুর পুলিশ সুপার হায়তুল ইসলাম খানের নেতৃত্বে এ অভিযানে পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) মোল্লা আজাদ হোসেন, জেলা মৎস্য কর্মকর্তা মো. আব্দুল বারী,অতিরিক্ত পুলিশ সুপার (সদর) কাজী শাহ্নেওয়াজ, পিরোজপুর সদর ও কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ জেলা পুলিশের সদস্যরা অংশ নেন। 

শুভ/বুলাকী

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়