ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

কুয়াকাটায় বর্জ্যমুক্ত উপকূলের দাবিতে মানববন্ধন

কলাপাড়া (পটুয়াখালী) সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৪৭, ৫ জানুয়ারি ২০২১  
কুয়াকাটায় বর্জ্যমুক্ত উপকূলের দাবিতে মানববন্ধন

‘মুজিবর্ষের অঙ্গীকার, সাগর রাখবো পরিষ্কার’- প্রতিপাদ্যে পটুয়াখালীর কুয়াকাটায় বর্জ্যমুক্ত উপকূলের দাবিতে মানববন্ধন করা হয়েছে। 

মঙ্গলবার (৫ জানুয়ারি) দুপুর ১২টায় ‘সেভ আওয়ার সি’ ও ‘মেরিন জার্নালিস্ট নেটওয়ার্ক’ নামের দুটি সাংবাদিক সংগঠনের আয়োজনে কুয়াাকাটা সমুদ্র সৈকতের জিরো পয়েন্টে মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

এ সময় বক্তব্য রাখেন ‘সেভ আওয়ার সির’ প্রধান নির্বাহী আনোয়ারুল হক, কুয়াকাটা প্রেস ক্লাবের সভাপতি নাসির উদ্দিন বিপ্লব ও মেরিন জার্নালিস্ট নেটওয়ার্কের কার্যনির্বাহী সদস্য কেফায়েত শাকিল। এ সময় স্থানীয় সংবাদকর্মী ও ট্যুরিস্ট পুলিশসহ কুয়াকাটায় আগত পর্যটকরা উপস্থিত ছিলেন। মানববন্ধন শেষে সাংবাদিকরা সৈকতের এক কিলোমিটার জুড়ে বজ্য পরিষ্কার করেন।

বক্তারা কুয়াকাটাসহ দেশের সকল সুমদ্র সৈকত ও নদীগুলো বর্জ্যমুক্ত করার দাবি জানান। পাশাপাশি নদ-নদী দখলমুক্ত করতে সরকারকে কার্যকরী পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
 

ইমরান/বকুল

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়