ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

দুই ইউপি সদস‌্য পদপ্রার্থীর সমর্থকদের সংঘর্ষে আহত ১০

বরগুনা সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৪২, ২ এপ্রিল ২০২১  
দুই ইউপি সদস‌্য পদপ্রার্থীর সমর্থকদের সংঘর্ষে আহত ১০

বরগুনার আমতলী উপজেলার আড়পাঙ্গাশিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের দুই ইউপি সদস্য পদপ্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে ১০ আহত হয়েছেন। গুরুতর আহত চারজনকে বরিশালের শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ‌্যালয় (শেবাচিম) হাসপাতালে পাঠানো হয়েছে।

শুক্রবার (২ এপ্রিল) সন্ধ্যায় যুগিয়া গ্রামে ইউপি সদস্য পদপ্রার্থী মো. ফোরকান চৌকিদার ও তার প্রতিদ্বন্দ্বী মো. জালাল হাওলাদারের সমর্থকদের মধ্যে এ সংঘর্ষ হয়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

বৃহস্পতিবার (১ এপ্রিল) রাতে যুগিয়া মসজিদে নির্বাচন স্থগিতের বিষয়ে কথা কাটাকাটি হয়। এর জের ধরে শুক্রবার সন্ধ্যায় জালাল হাওলাদারের ওপর হামলা চালান ফোরকান চৌকিদারের সমর্থক বায়েজিদ, আমিনুল, নাসির, জহিরুল ও হাইরাজ। জালালকে রক্ষায় তার সমর্থকরা এগিয়ে এলে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে জালাল হাওলাদার (৫০), সুমন হাওলাদার (২৫), রুমা বেগম (৪০), নাসিমা (২৫) সুমাইয়া (২৭), নাসির চৌকিদার (৫৫), আমিনুল চৌকিদারসহ (৩০) ১০ জন আহত হয়েছেন।

গুরুতর আহত জালাল হাওলাদার, সুমন হাওলাদার, নাসির চৌকিদার ও আমিনুলকে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। ওই হাসপাতালের চিকিৎসক তাদের উন্নত চিকিৎসার জন্য শেবাচিম হাসপাতালে পাঠান। অপর আহত ব‌্যক্তিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

জালাল হাওলাদার সাংবাদিকদের বলেছেন, ‘আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী ফোরকান চৌকিদারের লোকজন আমার ওপর হামলা চালিয়েছে। আমাকে রক্ষায় আমার ছেলে, স্ত্রী, দুই বোন এগিয়ে এলে তাদেরও কুপিয়ে ও পিটিয়ে আহত করেছে। আমি এ হামলার বিচার চাই।’

মো. ফোরকান চৌকিদার বলেন, ‘জালাল হাওলাদার বরগুনা থেকে ভাড়াটে লোকজন এনে আমার ভাই নাসির চৌকিদার ও ভাইয়ের ছেলে আমিনুলকে কুপিয়ে গুরুতর জখম করেছে।’

আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারী কমিউনিটি মেডিক‌্যাল অফিসার মো. মোস্তাফিজুর রহমান জানিয়েছেন, গুরুতর আহত চারজনকে বরিশালের শেবাচিম হাসপাতালে পাঠানো হয়েছে।

আমতলী থানার ওসি মো. শাহ আলম হাওলাদার বলেছেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

কাশেম/রফিক

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়