ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

নিষেধাজ্ঞা অমান্য করে মাদ্রাসায় চলছে পাঠদান

ঝালকাঠি প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:২৪, ১৯ এপ্রিল ২০২১  
নিষেধাজ্ঞা অমান্য করে মাদ্রাসায় চলছে পাঠদান

ঝালকাঠিতে লকডাউনের মধ্যে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে এক মাদ্রাসায় পাঠদান করানোর অভিযোগ পাওয়া গেছে।

সোমবার (১৯ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে মাদ্রাসাই জাকারিয়া তাবলিক মসজিদে ( তাবলিক মসজিদের হেফজ  মাদ্রাসা )  সরেজমিন পরিদর্শন করে এই অভিযোগের সত্যতা পাওয়া যায়।

সরেজমিনে দেখা গেছে, ১৩ জন ছাত্র পাশাপাশি বসে লেখাপড়া করছে। পাশে মাদ্রাসার প্রধান শিক্ষকসহ আরও চারজন গল্প করছেন।

ওই মাদ্রাসার ছাত্র আলিফ হাওলাদার বলেন,‘আমার বাড়ি রাজাপুর। আমি এখানে থেকে লেখা পড়া করি।

ছাত্র গাফিন হাওলাদার বলেন,‘আমার বাড়ি শহরের ফকিরবাড়ি সড়কে। আমি সকালে এখানে আসি। লেখা পড়া শেষ করে দুপুরে বাসায় যাই।’

মাদ্রাসাই জাকারিয়া তাবলিক মসজিদের প্রধান শিক্ষক হাফেজ মাওলানা মুফতী নজরুল ইসলাম জানান, এখানে মোট ৪৫ জন ছাত্র রয়েছে। এদের বাড়ি বিভিন্ন স্থানে। লকডাউনের কারণে ছাত্রদের ছুটি দেওয়া হয়েছে। তবে প্রতিষ্ঠান দেখা শোনার জন্য ৭/৮ জন ছাত্র রাখা হয়েছে। এদের সঙ্গে শহরের আরও ৫/৬ জন ছাত্র এসে কোরআন তেলোয়াত করছি। তবে স্বাস্থ্য বিধি মেনে এখানে লেখা পড়া করানো হচ্ছে।’

ঝালকাঠির এনডিসি আহম্মেদ হাসান জানান,লকডাউনের মধ্যে কোনো মাদ্রাসায় পাঠদান করানোর কোনো উপায় নাই। এমন করা হলে সেখানে অভিযান চালিয়ে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

অলোক/বুলাকী

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়