ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

কুয়াকাটায় বিলুপ্তপ্রায় প্রাণিদের জন্য অভয়াশ্রম নির্মাণ

পটুয়াখালী সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:০৭, ৮ মে ২০২১  
কুয়াকাটায় বিলুপ্তপ্রায় প্রাণিদের জন্য অভয়াশ্রম নির্মাণ

জীববৈচিত্র্য রক্ষায় কুয়াকাটা সমুদ্র সৈকতে লাল কাঁকড়া ও কচ্ছপসহ বিলুপ্তপ্রায় প্রাণিদের জন্য অভয়াশ্রম করা হয়েছে।

শনিবার (৮ মে) দুপুরে আনুষ্ঠিকভাবে এর উদ্বোধন করা হয়। 

ওয়ার্ল্ড ফিস-এর আওতায় ইকোফিস প্রকল্প-২ অর্থায়নে সৈকতের পূর্ব দিকে চর গঙ্গামতি থেকে পশ্চিম পাশে তিন নদীর মোহনা এলাকা রেড জোন করে অন্তত তিন কিলোমিটার জুড়ে অভয়াশ্রম বাস্তবায়ন করা হয়। 

কলাপাড়া উপজেলা প্রশাসন, কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশ জোন এবং ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব কুয়াকাটা (টোয়াক) এ কার্যক্রম বাস্তবায়ন করছে।

টোয়াক সভাপতি রুমান ইমতিয়াজ তুষার বলেন, ‘চলমান করোনা পরিস্থিতিতে লকডাউন চলছে। এ সময়ে সৈকতে পর্যটকদের বিচরণ না থাকায় সৈকতের বালুতে অসংখ্য লাল কাকড়ার বিচরণ দেখা যাচ্ছে। মূলত অভয়াশ্রম নির্মাণ হওয়ার পরপরই এসব কাঁকড়ার বংশ বৃদ্ধি পেয়েছে বলে ধারনা করা হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘এর পাশাপাশি বিরল এই প্রকৃতিকে কাছ থেকে দেখার জন্য পর্যটকদের যথেষ্ট সুযোগ রয়েছে। লাল কাঁকড়া, কচ্ছপসহ অসংখ্য প্রাণি হারিয়ে যেতে শুরু করেছে। তাই পর্যটন নগরীর প্রাকৃতিক পরিবেশ ও প্রকৃতির সৌন্দর্য ধরে রাখতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।’

ইকোফিস সহকারী গবেষক সাগরিকা স্মৃতি বলেন, ‘জীববৈচিত্র রক্ষার অংশ হিসেবে আমরা লাল কাঁকড়া ও কচ্ছপের অভয়াশ্রম নির্মাণে উদ্যোগ নিয়েছি। লাল কাঁকড়া মাটির গুণগত মান বৃদ্ধি করে এবং পরিবেশের ভারসাম্য রক্ষা করে। এদের প্রতি যত্নবান হওয়া আমাদের প্রত্যেকের দায়িত্ব।’

বিলাস দাস/সনি

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়