ঢাকা     বুধবার   ১৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৪ ১৪৩১

নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকার: ১৪ জেলের কারাদণ্ড

বরগুনা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৪৪, ৪ অক্টোবর ২০২১  
নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকার: ১৪ জেলের কারাদণ্ড

নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকারের সময় বঙ্গোপসাগরের মোহনা থেকে ১৪ জেলেকে গ্রেপ্তার করে ২০ দিন করে সাজা দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (৪ অক্টোবর) দুপুরে তালতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কাওসার হোসেন এই সাজা দেন।

কারাদণ্ডপ্রাপ্ত জেলেরা হলেন— তালতলীর মিজানুর (৪০),মো. আলম(৪০),আবুছলে (৩৫), মো. ফারুক গাজী (৫০), মো. শাকিব (২২), মো. দুলাল (৪০), মো. দেলোয়ার হোসেন (৪৫),মো. হায়দার (৩৫),মো. ইছাহাক মিয়া (৫০), মো. হালিম (৩৫), মো. ছগির (৪০), মো. সালাম (৩৪), মো. হারুন (২৩) ও মো. আবু হানিফ (৪৫)।

ইউএনও মো. কাওসার হোসেন জানান, নিষেধাজ্ঞার প্রথম দিনে পায়রা থেকে বঙ্গোপসাগরের মোহনায় উপজেলা প্রশাসনের নেতৃত্বে কোস্টগার্ড ও মৎস্য বিভাগকে সঙ্গে নিয়ে যৌথ অভিযান শুরু করা হয়। এসময় মোহনার নিশানবাড়িয়া-সোনাকাটা এলাকায় ১৪ জেলে ৩টি ছোট মাছ ধরা ট্রলার নিয়ে মা ইলিশ শিকার করার সময় গ্রেপ্তার করেন তারা। এসময় ১৬ হাজার মিটার জাল, ৩টি ট্রলার ও ২৫ কেজি মা ইলিশ জব্দ করেন তারা। পরে ১৪ জেলেকে ২০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এসময় জাল পুড়িয়ে, ট্রলার বাজেয়াপ্ত করা হয়। এছাড়া, জব্দ করা মা ইলিশ এতিমখানায় বিতরণ করেন।

ইমরান/বুলাকী

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়