ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

জীবিকায়নে সেলাই মেশিন পেলেন হতদরিদ্র ২০ নারী

কলাপাড়া (পটুয়াখালী) সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:১০, ১৭ অক্টোবর ২০২১  
জীবিকায়নে সেলাই মেশিন পেলেন হতদরিদ্র ২০ নারী

পটুয়াখালীর কলাপাড়ায় বিকল্প জীবিকায়নের জন্য হতদরিদ্র ২০ নারী সেলাই মেশিন পেলেন।

রোববার (১৭ অক্টোবর) বেলা সাড়ে এগারোটায় বেসরকারি উন্নয়ন সংস্থা ‘ওয়ার্ল্ড কনসার্ন’ এর সহায়তায় আনুষ্ঠানিকভাবে উপজেলা পরিষদ হলরুমে এসব সেলাই মেশিন বিতরণ করা হয়। 

এসময় সেলাই মেশিনের সঙ্গে প্রত্যেক উপকারভোগীকে ২০ গজ পাকিজা কাপড়, কাঠের ঢাকনা ও এস এস স্টার্ন্ড প্রদান করা হয়। 

এসব সামগ্রী বিতরণকালে বক্তব্য রাখেন- উপজেলা চেয়ারম্যান রাকিবুল আহসান, উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হুমায়ুন কবির, ওয়ার্ল্ড কনসার্ন এর প্রোগ্রাম ম্যানেজার মাইকেল মধু ও সহকারী প্রোগ্রাম ম্যানেজার জেমস রাজীব বিশ্বাস।

বক্তারা বলেন, গ্রামের হতদরিদ্র নারীরা পরিবারের অন্যান্য কাজের পাশাপাশি সেলাই মেশিন চালিয়ে বিকল্প উপায়ে জীবিকা নির্বাহ করতে পারেন। তাই কলাপাড়া উপজেলার মিঠাগঞ্জ, ডাবলুগঞ্জ, মহিপুর ও  লতাচাপলীর হতদরিদ্র নারীদের হাতে সেলাই মেশিন তুলে দেওয়া হয়েছে। এ মেশিন দিয়ে এসব নারীরা স্বাবলম্বী হতে পারবেন। 

ইমরান/টিপু

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়