ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

আগুনে পুড়ানো হলো ১২ মণ হাঙর

বরগুনা প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:২২, ১ জানুয়ারি ২০২২  
আগুনে পুড়ানো হলো ১২ মণ হাঙর

বরগুনার পাথরঘাটার শুটকি পল্লী থেকে ১২ মণ হাঙর জব্দ করেছে কোস্টগার্ড। এসময় দুই জেলেকে আটক করার পাশাপাশি হাঙরগুলো পুড়িয়ে দেয় তারা। 

শনিবার (১ জানুয়ারি) দুপুরে পাথরঘাটার লঞ্চঘাট ও ভাড়ানির খাল এলাকা থেকে এসব হাঙর জব্দ করা হয়। 

কোস্টগার্ড জানায়, বেশ কয়েকদিন ধরে হাঙর শিকার করে আসছে পাথরঘাটার কিছু অসাধু জেলে। এরপর থেকে নজরদারি বাড়ায় কোস্টগার্ড। শনিবার সকালে বঙ্গোপসাগরের পাথরঘাটা এলাকায় হাঙর শিকার করে তীরে ফিরছে এমন খবর পায় তারা। এরপর অভিযান শুরু করে উপজেলার লঞ্চঘাট ও ভাড়ানি খাল এলাকা থেকে ১২ মন হাঙর জব্দ করা হয়। এসময় জেলে আসলাম ও মাহবুব নামে দু’জনকে আটক করা হয়েছে।

এ বিষয়ে পাথরঘাটা কোস্টগার্ড কমান্ডার লে. ফাহিম শাহরিয়ার রাইজিংবিডিকে বলেন, বন্য আইনে হাঙর শিকারে নিষেধাজ্ঞা থাকার পরেও কিছু অসাধু জেলে শিকার করে। আজ অভিযান চালিয়ে দু’জনকে আটক করা হয়েছে। এমন অভিযান অব্যাহত থাকবে। হাঙর খুবই গুরুত্বপূর্ণ প্রাণী। শিকার বন্ধে কাজ করে যাচ্ছেন তারা।

পাথরঘাট্ উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসাইন মোহাম্মদ আল মুজাহিদ রাইজিংবিডিকে বলেন, আটক দুই জেলেকে ৬ হাজার টাকা জরিমানা করে জব্দকৃত হাঙর পুড়িয়ে ফেলা হয়েছে।

ইমরান/এনএইচ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়