ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

জালে ধরা পড়লো ৩ মণ ওজনের তিন পাখি মাছ 

পটুয়াখালী (উপকূল) প্রতিনিধি   || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৩১, ২৬ সেপ্টেম্বর ২০২২  
জালে ধরা পড়লো ৩ মণ ওজনের তিন পাখি মাছ 

মহাসিন নামের এক জেলের জালে ধরা পড়ে পাখি মাছগুলো।

পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে মহাসিন নামের এক জেলের জালে ধরা পড়েছে ৩ মণ ওজনের তিনটি পাখি মাছ। মাছগুলোর মধ্যে একটির ওজন ৪৫ কেজি, একটির ওজন ৫৫ কেজি ও অপরটির ওজন ২০ কেজি। 

রোববার (২৫ সেপ্টেম্বর) রাতে বঙ্গোপসাগরের ৪০ বাম এলাকায় মাছগুলো ধরা পড়ে। 

সোমবার (২৬ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ৩টার দিকে মাছগুলো পটুয়াখালীর মহিপুর মৎস্য অবতরণ কেন্দ্রে নিয়ে আসা হয়। এসময় মাছগুলো দেখতে ভিড় জমায় উৎসুক জনতা। বাজারে চাহিদা না থাকায় মাছগুলো ২০ হাজার টাকায় বিক্রি করে দেন জেলে মহাসিন। 

কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে সম্প্রতি বেশি মাত্রায় ধরা পড়তে শুরু করেছে পাখি মাছ

মহাসিন জানান, আগে বঙ্গোপসাগরে এ মাছগুলো তেমন একটা ধরা পড়তো না। ইদানিং পাখি মাছগুলো ধরা পড়ছে। এসব মাছ খুবই দ্রুত গতির হওয়ায় জাল থেকে ট্রলারে তুলতে বেশ বেগ পেতে হয়। দাম অনেকটা কম পেয়েছি। 

কলাপাড়া সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা জানান, এ মাছ সাধরণত গভীর সাগরে বিচরন করে। 

ইমরান/ মাসুদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়