ঢাকা     মঙ্গলবার   ০৮ অক্টোবর ২০২৪ ||  আশ্বিন ২৩ ১৪৩১

ঝালকাঠিতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিকে কুপিয়ে হত্যা

ঝালকাঠি প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৪৪, ৭ সেপ্টেম্বর ২০২৪  
ঝালকাঠিতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিকে কুপিয়ে হত্যা

ফাইল ফটো

ঝালকাঠি সদর উপজেলায় ডাকাতি ও হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (৭ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে শেখেরহাট বাজারে প্রকাশ্যে তাকে কুপিয়ে হত্যা করা হয়।

নিহত স্বপন (৫৪) শেখেরহাট ইউনিয়নের মির্জাপুর গ্রামের মৃত মতিউর রহমানের ছেলে। তিনি জামিনে ছিলেন বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, শনিবার সকাল ১০টার দিকে শেখেরহাট বাজারে স্বপনকে কুপিয়ে হত্যা করে পারিয়ে যায় দুর্বৃত্তরা। এর আগে, এক জানাজা নামাজে উপস্থিত হয়ে নিজের জীবনের সকল ভুলত্রুটির জন্য সবার কাছে ক্ষমা চান তিনি।

ঝালকাঠি সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।

অলোক/কেআই


সর্বশেষ

পাঠকপ্রিয়