ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

‘তারা ভাবতেই পারে, লিটন কালার ব্লাইন্ড’

ক্রীড়া প্রতিবেদক, চট্টগ্রাম থেকে || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:০৪, ১৬ ডিসেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘তারা ভাবতেই পারে, লিটন কালার ব্লাইন্ড’

ছবি: আবু হোসেন পরাগ

সংবাদমাধ্যমের সামনে আসতেই চাইছিলেন না তিনি। রাজশাহী রয়্যালসের মিডিয়া ম্যানেজার অনেক বলে রাজি করিয়েছেন লিটন দাসকে। তবে লিটন বলে দিয়েছেন, চট্টগ্রামে এটাই প্রথম, এটাই শেষ; এরপর আর সংবাদমাধ্যমের সামনে আসবেন না। মিডিয়া ম্যানেজার এটাও মনে করিয়ে দিলেন, বিপিএলের বাইরে কিছু নিয়ে প্রশ্ন করা যাবে না। কিন্তু বাংলাদেশের কোনো ক্রিকেটার সংবাদমাধ্যমের সামনে এলে জাতীয় দল নিয়ে প্রশ্ন হবে না, তা কী হয়!

বিপিএলের চট্টগ্রাম পর্ব শুরু হচ্ছে মঙ্গলবার। তার আগের দিন জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুশীলন করেছে রাজশাহী রয়্যালস। অনুশীলনের পর মাঠের পাশে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন লিটন। বিপিএলের বাইরে লিটনকে কথা বলতে হলো গত ভারত সফরের কলকাতা টেস্ট নিয়েও। যেখানে প্রথমবারের মতো গোলাপি বলে দিবারাত্রির টেস্ট খেলেছে বাংলাদেশ। সম্ভবত টেস্ট শুরুর আগের দিনের কথা। ভারতীয় সংবাদমাধ্যমে খবর বের হয়েছিল, লিটন গোলাপি বল দেখতে পারছেন না; বলের রঙ চিনতে পারছেন না।

মারাত্মক ব্যাপার! সাধারণত কালার ব্লাইন্ড বা বর্ণান্ধ হলে কিছু রঙ দেখতে অসুবিধা হয়। টেস্ট শুরুর আগের দিন লিটনকে নিয়ে ভারতীয় মিডিয়ার অমন সংবাদ তাই বেশ আলোড়ন তুলেছিল। দেশের কিছু সংবাদমাধ্যমও এমন খবর প্রকাশ করেছিল। কিন্তু আসল কথা হল, লিটনের ওরকম কোনো সমস্যাই নেই। খবরটাও তাই সঠিক ছিল না। খবর প্রকাশের ক্ষেত্রে সংবাদমাধ্যমকে তাই আরও দায়িত্বশীল হওয়ার অনুরোধ জানালেন লিটন। 

ভারতীয় মিডিয়া বলেছিল, রাতের বেলা আপনার বল দেখতে সমস্যা হচ্ছিল- এক সংবাদিকের এমন প্রশ্নে লিটন পাল্টা প্রশ্ন ছুড়লেন, ‘ভারতীয় মিডিয়া নাকি আপনারা করছেন? বিষয়টা নির্ভর করে আপনাদের ওপর, আপনারা কীভাবে নিচ্ছেন। যদি আমার বল দেখতে সমস্যা হতো, তাহলে তো প্রথম বল থেকেই খেলতে পারতাম না, এটা নির্ভর করে আপনারা কিভাবে নিয়েছেন।’

‘আমার কাছে অতটা ফ্যাক্টর না, ফ্যাক্টর হচ্ছে অন্য মানুষরা কিভাবে নিচ্ছে। আর আপনাদের একটা নিউজ বা ভারতের একটা নিউজ অনেক মানুষ দেখে। বাংলাদেশের মিডিয়াকে সবাই অনুসরণ করে যারা গ্রামে থাকে, তারা কিন্তু দেখে। এবং চিন্তা করতেই পারে, লিটন মনে হয় কালার ব্লাইন্ড! দুঃখিত, কালারের একটু সমস্যা আছে। আপনারা যেভাবে নিউজ দেবেন সেভাবেই নিউজ আসবে।’

লিটন অবশ্য পুরো টেস্ট খেলতে পারেননি। প্রথম ইনিংসে ব্যাটিংয়ের সময় বলের আঘাত পেয়েছিলেন মাথায়। এরপর আর খেলা হয়নি তার। তার ‘কনকাশন সাব’ হিসেবে খেলেন মেহেদী হাসান মিরাজ। কেমন ছিল লিটনের তখনকার অবস্থা? লিটন বললেন, ‘অবশ্যই খারাপ লেগেছে। জীবনে প্রথমবার সুযোগ ছিল গোলাপি বলে খেলার। যেহেতু ম্যাচে খেলেও আমি পুরোটা কাভার করতে পারিনি। এদিক থেকে খারাপ লেগেছে। বাদ বাকি কয়েকটা দিন আমি বিশ্রামে ছিলাম।’ 

এরকম ক্ষেত্রে খেলোয়াড়রা মানসিকভাবে চাপ অনুভব করেন। লিটনের ক্ষেত্রে সেরকম হয়নি বলেই দাবি তার, ‘মানসিকভাবে ওইরকম একটা চাপে ছিলাম না। হ্যাঁ, মাথায় একটা বল লাগলে স্বাভাবিক কিছু সিমটম থাকে, হ্যাডিক হওয়া বা একটু ভারী ভারী হওয়া। এই জিনিসগুলো আমি অনুভব করেছি কয়েকটা দিন।’ 


চট্টগ্রাম/পরাগ/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়